
সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ নড়াইলের লোহাগড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুন্দশী পালপাড়া এলাকায় সরকারি রাস্তার ওপর অবৈধভাবে ঘর নির্মাণ করায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুকুমার স্যারের বাড়ি থেকে নবগঙ্গা ঘাট পর্যন্ত প্রায় ৪০০ গজ ইটের সলিং করে রাস্তা তৈরি করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে। রাস্তা নির্মাণের সময় পরিমাপ অনুযায়ী কাজ শুরুর পর দেখা যায়, দক্ষিণ পাশে একটি ঘর রাস্তার মধ্যে পড়ে যায়। তাকে ঘরটি সরানোর অনুরোধ জানানো হলে তিনি সময়ক্ষেপণ করেন। পরে রাস্তা নির্মাণের কাজ চলতে থাকায় ঘরটি রাস্তার মাঝখানে থেকেই যায়। ফলে এখন ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং পারস্পরিক বিরোধ, কলহ ও গ্যাঞ্জামের আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসী জানান, অবিলম্বে ঘরটি অপসারণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ বিষয়ে জরুরী ডিসি,সহকারী ভুমি কমিশনার, প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।