০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে স্ত্রীর অধিকার ও সন্তানের ভরনপোষণের দাবিতে সংবাদ সম্মেলন

  • নূর ই ইলাহী
  • পোস্ট হয়েছেঃ ১১:৪০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 20

জামালপুরের দেওয়ানগঞ্জে  স্ত্রীকে শারীরিক নির্যাতন ও সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আরিফের  বিরুদ্ধে।  এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী মোছাঃ সুইটি বেগম।  রোববার ২৭জুলাই সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকাপুর কাচারি পাড়া নির্যাতন কারি স্বামী আরিফের বাড়ীতে এক সপ্তাহ যাবত অনশন করে   সন্তানসহ সংবাদ সম্মেলনে স্বামী ও শাশুরী, চাচা শশুর,নোনাসের বিরুদ্ধে বক্তব্য দেন দুই সন্তানের জননী মোছাঃ সুইটি বেগম। সুইটি সাংবাদিক দের বলেন, ২০১৪ সালে   দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকা পুর কাচারি পাড়ার বীর মুক্তি যোদ্ধা মরহুম রুহুল আমীন বাদশার ছেলে আরিফের সাথে  আমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে আমাদের  দুই টি ছেলে সন্তান রয়েছে। সংবাদ সম্মেলনে ভক্তভোগী দুই সন্তানের জননী সুইটি সাংবাদিকদের জানান,২০১৪ সালে ইসলামী শরিয়তমতে  দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকা পুর কাচারি পাড়া বীর মুক্তি যোদ্ধা মরহুম রুহুল আমীনের  ছেলে আরিফের সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে  দুজন পুত্র সন্তান জম্ম গ্রহন করেন। পারিবারিক দ্বন্দ্ব কে কেন্দ্র করে  ২০১৮ সালে আমাকে  ডিভোর্স  করেন। আমি ২  সন্তান নিয়ে বাবার বাড়ীতে দিনাতিপাত করি। সন্তানদের ভরণপোষনের খরচ দেওয়ার কথা থাকলেও তিনি কোনো খরচ দেন না।
গত কয়েক মাস থেকে আরিফ আমার সন্তানদের সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং আমাকে নিয়ে  পুর্ণরায় সংসার করার কথা বলেন। গত ১৭ জুলাই আমার বড় ছেলে কে তার দাদি খবর দিয়ে তাদের বাড়ীতে আনে। তিন দিন পর আরিফ আমার ছোট ছেলে কে নিয়ে তাদের বাড়ীতে আসতে বললে আমি ২০ জুলাই বিকালে  আরিফের বাড়ীতে আসলে  আরিফ ও তার মা আছমাবেগম,চাচা মহিবুলহক যুবরাজ, বোন আশা  আমাকে নির্যাতন করেন। নির্যাতনের বিচার ও সন্তানদের ভরণপোষনের দাবিতে আমি গত ৭ দিন যাবত  তাদের বাড়ীতে অবস্হান করছি। আমি আপনাদের মাধ্যমে আমাকে নির্যাতন ও শ্লিহানি  করার বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমি যাবো না।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাস ২৫ দিনে কোরআনের হাফেজ হলো শাহরাস্তির তানভীর

দেওয়ানগঞ্জে স্ত্রীর অধিকার ও সন্তানের ভরনপোষণের দাবিতে সংবাদ সম্মেলন

পোস্ট হয়েছেঃ ১১:৪০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জে  স্ত্রীকে শারীরিক নির্যাতন ও সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আরিফের  বিরুদ্ধে।  এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী মোছাঃ সুইটি বেগম।  রোববার ২৭জুলাই সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকাপুর কাচারি পাড়া নির্যাতন কারি স্বামী আরিফের বাড়ীতে এক সপ্তাহ যাবত অনশন করে   সন্তানসহ সংবাদ সম্মেলনে স্বামী ও শাশুরী, চাচা শশুর,নোনাসের বিরুদ্ধে বক্তব্য দেন দুই সন্তানের জননী মোছাঃ সুইটি বেগম। সুইটি সাংবাদিক দের বলেন, ২০১৪ সালে   দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকা পুর কাচারি পাড়ার বীর মুক্তি যোদ্ধা মরহুম রুহুল আমীন বাদশার ছেলে আরিফের সাথে  আমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে আমাদের  দুই টি ছেলে সন্তান রয়েছে। সংবাদ সম্মেলনে ভক্তভোগী দুই সন্তানের জননী সুইটি সাংবাদিকদের জানান,২০১৪ সালে ইসলামী শরিয়তমতে  দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকা পুর কাচারি পাড়া বীর মুক্তি যোদ্ধা মরহুম রুহুল আমীনের  ছেলে আরিফের সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে  দুজন পুত্র সন্তান জম্ম গ্রহন করেন। পারিবারিক দ্বন্দ্ব কে কেন্দ্র করে  ২০১৮ সালে আমাকে  ডিভোর্স  করেন। আমি ২  সন্তান নিয়ে বাবার বাড়ীতে দিনাতিপাত করি। সন্তানদের ভরণপোষনের খরচ দেওয়ার কথা থাকলেও তিনি কোনো খরচ দেন না।
গত কয়েক মাস থেকে আরিফ আমার সন্তানদের সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং আমাকে নিয়ে  পুর্ণরায় সংসার করার কথা বলেন। গত ১৭ জুলাই আমার বড় ছেলে কে তার দাদি খবর দিয়ে তাদের বাড়ীতে আনে। তিন দিন পর আরিফ আমার ছোট ছেলে কে নিয়ে তাদের বাড়ীতে আসতে বললে আমি ২০ জুলাই বিকালে  আরিফের বাড়ীতে আসলে  আরিফ ও তার মা আছমাবেগম,চাচা মহিবুলহক যুবরাজ, বোন আশা  আমাকে নির্যাতন করেন। নির্যাতনের বিচার ও সন্তানদের ভরণপোষনের দাবিতে আমি গত ৭ দিন যাবত  তাদের বাড়ীতে অবস্হান করছি। আমি আপনাদের মাধ্যমে আমাকে নির্যাতন ও শ্লিহানি  করার বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমি যাবো না।