
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে সমগ্র চুয়াডাঙ্গা জেলায়।।
সেই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ)/মোঃ নাহিরুল ইসলাম সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৭ জুলাই ২০২৫ তারিখ সকাল ০৬:৪৫ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন মনোহরপুর গ্রামস্থ জনৈক মো: ওবাইদুল্লাহ (৪০) এর আমবাগানের সামনে মনোহরপুর টু খয়েরহুদাগামী পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোছাঃ বুলবুলি খাতুন (৬০),কে ০২ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন ডিবি।।
গ্রেফতার কৃত আসামি বুলবুলি খাতুন জিবননগর উপজেলার খয়েরহুদা বিলপাড়া গ্রামের মৃত্য মান্নান আলির স্ত্রী।।
গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে জব্দকৃত গাঁজা সহ তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।