১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নৈশপ্রহরী মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত – পা বেঁধে ডাকাতি, গ্রেপ্তার ২

  • মোঃ নয়ন শেখ
  • পোস্ট হয়েছেঃ ১২:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 202
প্রথমে মাথায় অস্ত্র ঠেকিয়ে ও পরে নৈশপ্রহরী প্রহরীকে বেঁধে রাখে ডাকাতরা
কুষ্টিয়ার কুমারখালীতে এক নৈশ্যপ্রহরীর মাথায় প্রথমে দুইটি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এবং পরে হাত ও পা বেঁধে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের একটি ট্রাক্টরের ইঞ্জিনের অংশ ও ১২ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারী ঢাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ( ২৭ জু্লাই) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।
আসামিরা হলেন – উপজেলার শিলাইদহ ইউনিয়নের জুরালপুর গ্রামের মানিকের ছেলে মো. রমজান (১৯) ও নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের ওয়াহিদুজ্জামানের ছেলে মামুন হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২৪ জুলাই রাত দুইটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর এসবিসি ইটভাটায় হানা দেয় ৮ -১০ জন ডাকাত। তাদের কারো হাতে আগ্নেয়াস্ত্র ও কারো মুখ বাঁধা ছিল কাপড় দিয়ে। ডাকাতরা ভাটায় ঢুকে প্রথমে নৈশপ্রহরী লেন্টু শেখের (৫৫) মাথার দুই দিক থেকে দুইজন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মুঠোফোন ছিনিয়ে নেয়। এরপর কয়েকজন মিলে তার হাত বেঁধে মাঠের ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পাও বেঁধে মাটিতে শুইয়ে রেখে মুঠোফোনটি ইটের গাঁদায় রাখে এবং ইটভাটার একটি ট্রাক্টর গাড়ির ইঞ্জিনসহ মাথার অংশ এবং অন্য একটি ট্রাক্টরের ব্যাটারী খুলে নিয়ে দ্রুত চলে যায়। ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারির বাজার মূল্য প্রায় ১৬ লাখ ১২ হাজার টাকায়।
আরো জানা গেছে, এ ঘটনায় ২৫ জুলাই ইটভাটার মালিক খোন্দকার সাজ্জাদুল হক বাদী হয়ে অজ্ঞাত ৭ – ৮ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় সন্দেহজনক ভাবে গত শনিবার দুপুরে নিজবাড়ি থেকে প্রথমে রমজানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরেক আসামি মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যমতে ওইদিন রাতে পাবনা থেকে ডাকাতির মাল ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারী জব্দ করে পুলিশ।
রোববার দুপুড় আড়াইটার দিকে সরেজমিন এসবিসি ভাটায় গেলে নৈশপ্রহরী লেন্টু শেখ বলেন, সেদিন রাত দুইটার দিকে বড় বড় পিস্তলসহ ৮ -১০ জন ডাকাত ভাটায় আসে। তারা প্রথমে একটা থাপ্পড় দিয়ে আমার মাথার দুই দিক থেকে দুইজন দুইটি অস্ত্র ঠেকিয়ে ফোন কেড়ে নেয়। এরপর আমার দুই হাত কাঁচা পাটের অংশ দিয়ে বেঁধে মাঠের ভিতরে ( ভাটার এক কোনায়) নিয়ে গিয়ে দুই পাও বেঁধে ফেলেন। এরপর আমাকে ইটের গাদির কাছে শুইয়ে এবং ফোনটি ইটের গাদির উপরে দ্রুত ট্রাক্টরের মাথার অংশ ও ব্যাটারী নিয়ে চলে যায়।
তিনি আরো বলেন, ডাকাতরা আমাকে ফেলে চলে যাওয়ার পর ঝুম বৃষ্টি নামে। প্রায় আধাঁঘণ্টা ধরে মোচড়ামুচড়ি করতে করতে বাঁধা থেকে হাত বের করি এবং ম্যানেজারকে ফোন করি।
ইটভাটার ম্যানেজার আইয়ুব আলী বলেন, রাত ২ টা ৪১ মিনিটে নৈশপ্রহরীর ফোন পেয়ে ছুটে এসে দেখি একটি ট্রাক্টরের ইঞ্জিনসহ মাথার অংশ এবং অপরটির ব্যাটারী নেই। সুষ্ঠ বিচারের আশায় মালিক থানায় মামলা করেছেন।
গ্রেপ্তারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে। তারা ঘটনায় জড়িত পাঁচ জনের নামও বলেছেন বলে জানিয়েছেন কুমারখালী থানার পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম। তিনি বলেন, নৈশপ্রহরী মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত পা বেঁধে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের দেওয়া তথ্যমতে ডাকাতির মাল জব্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাস ২৫ দিনে কোরআনের হাফেজ হলো শাহরাস্তির তানভীর

নৈশপ্রহরী মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত – পা বেঁধে ডাকাতি, গ্রেপ্তার ২

পোস্ট হয়েছেঃ ১২:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
প্রথমে মাথায় অস্ত্র ঠেকিয়ে ও পরে নৈশপ্রহরী প্রহরীকে বেঁধে রাখে ডাকাতরা
কুষ্টিয়ার কুমারখালীতে এক নৈশ্যপ্রহরীর মাথায় প্রথমে দুইটি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এবং পরে হাত ও পা বেঁধে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের একটি ট্রাক্টরের ইঞ্জিনের অংশ ও ১২ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারী ঢাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ( ২৭ জু্লাই) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।
আসামিরা হলেন – উপজেলার শিলাইদহ ইউনিয়নের জুরালপুর গ্রামের মানিকের ছেলে মো. রমজান (১৯) ও নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের ওয়াহিদুজ্জামানের ছেলে মামুন হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২৪ জুলাই রাত দুইটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর এসবিসি ইটভাটায় হানা দেয় ৮ -১০ জন ডাকাত। তাদের কারো হাতে আগ্নেয়াস্ত্র ও কারো মুখ বাঁধা ছিল কাপড় দিয়ে। ডাকাতরা ভাটায় ঢুকে প্রথমে নৈশপ্রহরী লেন্টু শেখের (৫৫) মাথার দুই দিক থেকে দুইজন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মুঠোফোন ছিনিয়ে নেয়। এরপর কয়েকজন মিলে তার হাত বেঁধে মাঠের ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পাও বেঁধে মাটিতে শুইয়ে রেখে মুঠোফোনটি ইটের গাঁদায় রাখে এবং ইটভাটার একটি ট্রাক্টর গাড়ির ইঞ্জিনসহ মাথার অংশ এবং অন্য একটি ট্রাক্টরের ব্যাটারী খুলে নিয়ে দ্রুত চলে যায়। ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারির বাজার মূল্য প্রায় ১৬ লাখ ১২ হাজার টাকায়।
আরো জানা গেছে, এ ঘটনায় ২৫ জুলাই ইটভাটার মালিক খোন্দকার সাজ্জাদুল হক বাদী হয়ে অজ্ঞাত ৭ – ৮ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় সন্দেহজনক ভাবে গত শনিবার দুপুরে নিজবাড়ি থেকে প্রথমে রমজানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরেক আসামি মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যমতে ওইদিন রাতে পাবনা থেকে ডাকাতির মাল ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারী জব্দ করে পুলিশ।
রোববার দুপুড় আড়াইটার দিকে সরেজমিন এসবিসি ভাটায় গেলে নৈশপ্রহরী লেন্টু শেখ বলেন, সেদিন রাত দুইটার দিকে বড় বড় পিস্তলসহ ৮ -১০ জন ডাকাত ভাটায় আসে। তারা প্রথমে একটা থাপ্পড় দিয়ে আমার মাথার দুই দিক থেকে দুইজন দুইটি অস্ত্র ঠেকিয়ে ফোন কেড়ে নেয়। এরপর আমার দুই হাত কাঁচা পাটের অংশ দিয়ে বেঁধে মাঠের ভিতরে ( ভাটার এক কোনায়) নিয়ে গিয়ে দুই পাও বেঁধে ফেলেন। এরপর আমাকে ইটের গাদির কাছে শুইয়ে এবং ফোনটি ইটের গাদির উপরে দ্রুত ট্রাক্টরের মাথার অংশ ও ব্যাটারী নিয়ে চলে যায়।
তিনি আরো বলেন, ডাকাতরা আমাকে ফেলে চলে যাওয়ার পর ঝুম বৃষ্টি নামে। প্রায় আধাঁঘণ্টা ধরে মোচড়ামুচড়ি করতে করতে বাঁধা থেকে হাত বের করি এবং ম্যানেজারকে ফোন করি।
ইটভাটার ম্যানেজার আইয়ুব আলী বলেন, রাত ২ টা ৪১ মিনিটে নৈশপ্রহরীর ফোন পেয়ে ছুটে এসে দেখি একটি ট্রাক্টরের ইঞ্জিনসহ মাথার অংশ এবং অপরটির ব্যাটারী নেই। সুষ্ঠ বিচারের আশায় মালিক থানায় মামলা করেছেন।
গ্রেপ্তারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে। তারা ঘটনায় জড়িত পাঁচ জনের নামও বলেছেন বলে জানিয়েছেন কুমারখালী থানার পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম। তিনি বলেন, নৈশপ্রহরী মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত পা বেঁধে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের দেওয়া তথ্যমতে ডাকাতির মাল জব্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।