
কিশোরগঞ্জের কটিয়াদীতে নদীতে ডুবে মোঃ শিমুল হাসান (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে আড়িয়াল খাঁ নদে।
নিহত শিমুল হাসান কটিয়াদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও উপজেলা মসূয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামের মোঃ কবির হোসেন
ছেলে।
মসূয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, শিমুল হাসান তার বন্ধুদের নিয়ে আড়িয়াল খাঁ নদের খেয়া ঘাটে সাঁতার কাটতে গিয়ে পানির নিচে তলিয়ে যায়।
ঘাটে উপস্থিত লোকজন শিমুলকে পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার নাদিম জানান, হাসপাতালে আনার আগেই শিমুল হাসান নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।