
জামায়াতের পটুয়াখালী -১ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন। গত ২৬/০৭/২০২৫ ইং রোজ শনিবার বিকাল ৩:৩০ মিঃ অনুষ্ঠিত হয় পটুয়াখালীর শিল্পকলা
একাডেমীতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, আরো উপস্থিত ছিলেন মাওলানা ফখরুদ্দিন খান রাযী,অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সভাপতি হিসেবে ছিলেন এডভোকেট মোঃ নাজমুল আহসান আমির পটুয়াখালী জেলা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়সারী।অনুষ্ঠানে বক্তারা নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন পরে অনুষ্ঠানটি প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে ৬ঃ৪০ মিনিটে সমাপ্ত ঘোষণা করা হয়।