
গত ২১ জুলাই ২০২৫ ইং তারিখে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৭ জুলাই ২০২৫, বিকাল ৫টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা জনাব ফরিদ আহমেদ মিয়া।
সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জনাব মোঃ ছিরু মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব কাজী মোঃ ওহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়।