০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরহী নিহত

শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে পদ্মা সেতু জাজিরা প্রান্তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলটি পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গাগামী রাস্তায় যাওয়ার পথে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং একটি মরদেহ সড়কের ওপর ও অপরটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় উভয়ের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। নিহতদের মধ্যে একজন হলেন সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা মো. গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু (২৬)। অপরজন মো. সুজন বলে জানা গেলেও, তার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নকিব আকরাম হোসেন বলেন, ”খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি। পদ্মা সেতু দক্ষিণ থানা ও শিবচর হাইওয়ে থানার পুলিশ মরদেহ দুটি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তিনি আরও জানান, নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে। এই দুর্ঘটনা পদ্মা সেতুর নিরাপত্তা এবং টোল প্লাজার আশপাশের সড়কে যান চলাচলের গতি নিয়ন্ত্রণ প্রশ্নে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রমের দাবি জানিয়েছেন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

খুলনায় অসুস্থ গরু জবাই দেওয়ার অপরাধে তিনজনের 2 মাসের জেল

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরহী নিহত

পোস্ট হয়েছেঃ ০৮:৫৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে পদ্মা সেতু জাজিরা প্রান্তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলটি পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গাগামী রাস্তায় যাওয়ার পথে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং একটি মরদেহ সড়কের ওপর ও অপরটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় উভয়ের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। নিহতদের মধ্যে একজন হলেন সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা মো. গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু (২৬)। অপরজন মো. সুজন বলে জানা গেলেও, তার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নকিব আকরাম হোসেন বলেন, ”খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি। পদ্মা সেতু দক্ষিণ থানা ও শিবচর হাইওয়ে থানার পুলিশ মরদেহ দুটি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তিনি আরও জানান, নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে। এই দুর্ঘটনা পদ্মা সেতুর নিরাপত্তা এবং টোল প্লাজার আশপাশের সড়কে যান চলাচলের গতি নিয়ন্ত্রণ প্রশ্নে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রমের দাবি জানিয়েছেন।