
বিজিবির সংকেত অমান্য করে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় ঢাকা সিলেট রেলপথের ব্রাহ্মণ্বাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের তিতাস সেতুর পাশের রেলগেইটের ব্যারিয়ার ভেঙ্গে গেছে।
মঙ্গলবার (২৬জুলাই) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ব্যারিয়ার ভেঙে যাওয়ায় গেইটটি ৭ দিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আখাউড়া -আগরতলা আন্তর্জাতিক সড়কের উপর এ রেলগেইটটি খুবই গুরুত্বপূর্ণ। জেলা শহরের সাথে যোগাযোগ কারী এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে।গেইট খোলা থাকায় যেকোন দুর্ঘটনার আশংকা রয়েছে। এদিকে, সাতদিন ধরে ভাঙ্গা গেইটটি মেরামতের কোন উদ্যােগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খোজ নিয়ে জানা যায়,গত মঙ্গলবার গভীর রাতে আখাউড়া বাইপাস এলাকায় সড়কে বিজিবির একটি টহল দল দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা বিজিবি র সংকেত অমান্য করে গাড়ির গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে।এসময় গেইটম্যানের সহযোগিতায় গেইটের ব্যারিয়ার ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করে।মোটরসাইকেলের গতিবেগ বেশি থাকায় গেইটের ব্যারিয়ার ভেঙ্গে যায়।একটি মোটরসাইকেল নিয়ে আরোহীরা চলে যায়। অপর একটি মোটরসাইকেল ফেলে আরোহীরা দৌড়ে চলে যায়। পরে বিজিবি একটি মোটরসাইকেল জব্ধ করে রেলওয়ে থানায় জমা দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে জংশনের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন,রেলগেইটের ব্যারিয়ার ভাঙ্গার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।এটি মেরামতের জন্য সরঞ্জাম এবং অর্থ না থাকায় মেরামত করতে পারছি না।গেইট বন্ধ রাখতে না পারায় ট্রেন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে স্বীকার করেন।