০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা ফিরলে অনেক সংগঠনই পালাবে, তবে বিএনপি রাজনীতিতে থাকবে: তাইফুল ইসলাম টিপু

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার দেশে ফিরে এলেও বিএনপি রাজনীতিতে থাকবে, কিন্তু এনসিপিসহ অনেকেই রাজনীতি করার সুযোগ পাবে না। শনিবার (২ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এনসিপির ছোট ভাইদের বলতে চাই, ফ্যাসিস্ট যদি আবার বাংলাদেশে ফিরে আসে, তারেক রহমান এই দেশে রাজনীতি করবে, আমরাও করব। কিন্তু আপনারা পারবেন না। তাইফুল ইসলাম টিপু আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীরা রক্তচক্ষু, জেল-জুলুম উপেক্ষা করে ১৭ বছর ধরে রাজনীতি করে আসছেন। শেখ হাসিনার সঙ্গে লড়াই করার মানসিকতা বিএনপির আছে। আমরা তার রক্তচক্ষু বা জেলকে ভয় পাই না। যারা ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছেন তারা ভয় পেতে পারেন, কিন্তু বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ভয় পান না। তিনি আরও বলেন, আজ অনেক বন্ধু সংগঠনের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তখন আপনারা কিছু করতে পারেননি। আজ অনেক সংগঠনের নেতারা কর্মীদের চাঁদার টাকায় সংসার চালান। কোন কোন সংগঠন বিভিন্ন অফিসে তদবির করেন। কিন্তু তারেক রহমান কখনও তদবির করেননি। বরং ১৭ বছর ধরে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। সেই কারণেই আজ আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। তাইফুল ইসলাম টিপু বলেন, দেশের মানুষ তারেক রহমানের জন্য অপেক্ষা করছে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য তাকেই নিরাপদ মনে করে। তারেক রহমানের প্রতি সম্মান রেখেই রাজনীতি করা উচিত। বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা তাঁর হাতেই নিরাপদ। পথসভায় গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ প্রমুখ।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

খুলনায় অসুস্থ গরু জবাই দেওয়ার অপরাধে তিনজনের 2 মাসের জেল

হাসিনা ফিরলে অনেক সংগঠনই পালাবে, তবে বিএনপি রাজনীতিতে থাকবে: তাইফুল ইসলাম টিপু

পোস্ট হয়েছেঃ ০৯:৪১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার দেশে ফিরে এলেও বিএনপি রাজনীতিতে থাকবে, কিন্তু এনসিপিসহ অনেকেই রাজনীতি করার সুযোগ পাবে না। শনিবার (২ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এনসিপির ছোট ভাইদের বলতে চাই, ফ্যাসিস্ট যদি আবার বাংলাদেশে ফিরে আসে, তারেক রহমান এই দেশে রাজনীতি করবে, আমরাও করব। কিন্তু আপনারা পারবেন না। তাইফুল ইসলাম টিপু আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীরা রক্তচক্ষু, জেল-জুলুম উপেক্ষা করে ১৭ বছর ধরে রাজনীতি করে আসছেন। শেখ হাসিনার সঙ্গে লড়াই করার মানসিকতা বিএনপির আছে। আমরা তার রক্তচক্ষু বা জেলকে ভয় পাই না। যারা ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছেন তারা ভয় পেতে পারেন, কিন্তু বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ভয় পান না। তিনি আরও বলেন, আজ অনেক বন্ধু সংগঠনের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তখন আপনারা কিছু করতে পারেননি। আজ অনেক সংগঠনের নেতারা কর্মীদের চাঁদার টাকায় সংসার চালান। কোন কোন সংগঠন বিভিন্ন অফিসে তদবির করেন। কিন্তু তারেক রহমান কখনও তদবির করেননি। বরং ১৭ বছর ধরে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। সেই কারণেই আজ আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। তাইফুল ইসলাম টিপু বলেন, দেশের মানুষ তারেক রহমানের জন্য অপেক্ষা করছে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য তাকেই নিরাপদ মনে করে। তারেক রহমানের প্রতি সম্মান রেখেই রাজনীতি করা উচিত। বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা তাঁর হাতেই নিরাপদ। পথসভায় গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ প্রমুখ।