
কবি নজরুল সরকারি কলেজে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ আদায়ের দাবিতে ও
৬ আগস্টের কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়ে গন জাগরণ ও প্লে কার্ড কর্মসূচির আয়োজন করা হয়েছে।
(রবিবার) ৩ আগস্ট দুপুর ২ টার দিকে কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন এর নেতৃবৃন্দ এ কর্মসূচি আয়োজন করে।
দুপুর দুইটায় সাধারণ শিক্ষার্থীরা তাদের বিভিন্ন লেখা প্লে কার্ড নিয়ে ক্যাম্পাসে একত্রিত হতে থাকে এবং তাদের দাবির কথা জানায় | এ সময় তাদের প্লেকার্ড গুলো ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু কারে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আঠা দিয়ে সেগুলো আঠা দিয়ে সাঁটিয়ে দেন।
এ সময় শিক্ষার্থীরা প্লে কার্ডের মাধ্যমে তাদের বিভিন্ন স্লোগান এবং দাবি উল্লেখ করে এ কর্মসূচি পালন করেন |
শিক্ষার্থীদের স্লোগানের মধ্যে উল্লেখযোগ্য স্লোগানগুলো ছিল:
এক দফা এক দাবী অধ্যাদেশ কবে দিবি? রাষ্ট্র তোমার সময় শেষ জারি করো অধ্যাদেশ, অধ্যাদেশ জারি করো বিশ্ববিদ্যালয়ের পথ সুগম করো, শিক্ষা সিন্ডিকেট ধংস করো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মুক্ত কর ইতাদি।