১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় উগ্র প্রতিবেশী দ্বারা লাঞ্চিত, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এস.এম. মাহবুবুল ইসলাম লিটন ।।

রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার ঘোষপাড়ায় মিঠু ঘোষ ও তার মাকে মারপিট, বাড়িঘর ভাঙচুর করে লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিবেশী অলোক ঘোষ এর নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১০মে) সকাল দশটায় সময় ঘোষপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে এ বিষয়ে বাদী হয়ে পুঠিয়া থানায় মিঠু ঘোষ একটি লিখিত অভিযোগ করেছেন।

পুঠিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিঠু ঘোষ ও অলোক ঘোষ এর মধ্য জমি নিয়ে ঝামেলা চলছে। তবে প্রায় ৪০ বছর ধরে সে জমিতে বাড়ি তৈরি করে ভোগ-দখল করছে মিঠু ঘোষের পরিবার। তবে কোনরকম আইনি নোটিশ না দিয়েই শনিবার ১০মে সকালে অভিযুক্ত অলোক ঘোষ লোকজন নিয়ে মিঠু ঘোষের বাড়িতে ভাঙচুর করে এবং শোকেশ, গহনা, কাঁসার থালা-বাসন, ওয়ারড্রব, টিভিসহ বাড়ির ট্রিন লুট করে নিয়ে চলে যায়।

এ বিষয়ে ভুক্তগী মিঠু ঘোষ তিনি বলেন, ‘অলোক ঘোষ ভূমিদস্যু। দীর্ঘদিন ধরেই আমার জমি দখলের চেষ্টা করছে। চলমান পরিস্থিতির সুযোগে বসতঘর ভাঙচুর করে মালপত্র লুট করে নিয়ে গেছে। আগেও সে জমির মালিকানা দাবি করে। বিষয়টি নিয়ে শালিশ বসালে তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।’

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অলোক ঘোষ। তিনি বলেন, ‘মিঠু ঘোষ ক্ষমতার দাপটে আমার পৈতৃক জমি জোর করে দখল করে বাড়ি করেছেন।
এটা হলো ৬৯৯ দাগের জমি, এটা আমার জমি। আজ থেকে ৪০ বছর আগে এই জমি জবরদখল করেছিল মনোরঞ্জন ঘোষ ও মদন ঘোষ। এলাকায় এর আগেও কমপক্ষে ২শতবার শালিশ হয়েছে। শালিসে আমি রায় পেয়েছি এবং তারা বাড়ি ভেঙে নিতে চেয়েছে কিন্তু এক সপ্তাহ, পনেরো দিন, এক মাস করে ৪০ বছর যাবত এখনো বাড়ি ভাঙ্গেনি তারা। তাই আজ আমি নিজেই বাড়ি ভেঙে দিয়েছি এবং আমার লেবার খরচের ক্ষতিপূরণ হিসেবে তাদের বাড়ি থেকে কিছু ট্রিন,টিভি,চেয়ার ও কাঠ নিয়ে এসেছি’।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

আ:লীগ নিষিদ্ধ করায় সালথায় সমমনা ইসলামি দলের শুকরিয়ানা মিছিল

পুঠিয়ায় উগ্র প্রতিবেশী দ্বারা লাঞ্চিত, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

পোস্ট হয়েছেঃ ০৭:২১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

এস.এম. মাহবুবুল ইসলাম লিটন ।।

রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার ঘোষপাড়ায় মিঠু ঘোষ ও তার মাকে মারপিট, বাড়িঘর ভাঙচুর করে লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিবেশী অলোক ঘোষ এর নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১০মে) সকাল দশটায় সময় ঘোষপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে এ বিষয়ে বাদী হয়ে পুঠিয়া থানায় মিঠু ঘোষ একটি লিখিত অভিযোগ করেছেন।

পুঠিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিঠু ঘোষ ও অলোক ঘোষ এর মধ্য জমি নিয়ে ঝামেলা চলছে। তবে প্রায় ৪০ বছর ধরে সে জমিতে বাড়ি তৈরি করে ভোগ-দখল করছে মিঠু ঘোষের পরিবার। তবে কোনরকম আইনি নোটিশ না দিয়েই শনিবার ১০মে সকালে অভিযুক্ত অলোক ঘোষ লোকজন নিয়ে মিঠু ঘোষের বাড়িতে ভাঙচুর করে এবং শোকেশ, গহনা, কাঁসার থালা-বাসন, ওয়ারড্রব, টিভিসহ বাড়ির ট্রিন লুট করে নিয়ে চলে যায়।

এ বিষয়ে ভুক্তগী মিঠু ঘোষ তিনি বলেন, ‘অলোক ঘোষ ভূমিদস্যু। দীর্ঘদিন ধরেই আমার জমি দখলের চেষ্টা করছে। চলমান পরিস্থিতির সুযোগে বসতঘর ভাঙচুর করে মালপত্র লুট করে নিয়ে গেছে। আগেও সে জমির মালিকানা দাবি করে। বিষয়টি নিয়ে শালিশ বসালে তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।’

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অলোক ঘোষ। তিনি বলেন, ‘মিঠু ঘোষ ক্ষমতার দাপটে আমার পৈতৃক জমি জোর করে দখল করে বাড়ি করেছেন।
এটা হলো ৬৯৯ দাগের জমি, এটা আমার জমি। আজ থেকে ৪০ বছর আগে এই জমি জবরদখল করেছিল মনোরঞ্জন ঘোষ ও মদন ঘোষ। এলাকায় এর আগেও কমপক্ষে ২শতবার শালিশ হয়েছে। শালিসে আমি রায় পেয়েছি এবং তারা বাড়ি ভেঙে নিতে চেয়েছে কিন্তু এক সপ্তাহ, পনেরো দিন, এক মাস করে ৪০ বছর যাবত এখনো বাড়ি ভাঙ্গেনি তারা। তাই আজ আমি নিজেই বাড়ি ভেঙে দিয়েছি এবং আমার লেবার খরচের ক্ষতিপূরণ হিসেবে তাদের বাড়ি থেকে কিছু ট্রিন,টিভি,চেয়ার ও কাঠ নিয়ে এসেছি’।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।