
নরসিংদীর বেলাবো উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে হাসি ফুটেছে, লাভের আশায় দিন গুনছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আবার অনেক মাঠের ধান ইতোমধ্যে কেটে ফেলেছে কৃষকরা।
বেলাবো উপজেলার রাজারামপুর গ্রামের কৃষক মো: আশরাফুল মিয়া জানান, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বোরো ধানের ফলন ভালো হয়েছে। আমরা এখন আনন্দের সঙ্গে পাকা ধান কেটে মাড়াই শেষে ঘরে তুলছি। রেহাই লতিফুর গ্রামের আব্দুল আলী জানান, ৫০ শতক জমিতে কাটারি জাতের ধান চাষ করে তিনি ৫০মন ফলন পেয়েছেন। ফলন গতবছরের তুলনায় অনেক ভালো হয়েছে।
উপজেলার তরুণ কৃষিবিদ ও উদ্যোক্তা তৌফিক হাসান জানান, আমাদের ভুলে গেলে চলবে না, কৃষিপ্রধান এ দেশের মোট জনশক্তির অধিকাংশই কৃষির সঙ্গে সম্পৃক্ত। দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থেই কৃষকের কথা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে কৃষক যেন দুর্দশাগ্রস্ত না হন, এজন্য তাদের পাশে দাঁড়াতে হবে। সবার খাদ্যের জোগান দিতে কৃষক যেভাবে মাথার ঘাম পায়ে ফেলেন, তা স্মরণে রেখে সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে। প্রতি বছর ধানের দাম নির্ধারণ ও ক্রয়ের উদ্যোগ যেন সময়োপযোগী হয়, সরকারকে সেদিকে নজর রাখতে হবে। ব্যবসায়ীরা যেন নিজেদের স্বার্থে সিন্ডিকেট তৈরি করে চাল নিয়ে চালবাজি করতে না পারে, সেজন্য সরকার পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেলাবো উপজেলার সকল ইউনিয়নে বিস্তীর্ণ মাঠে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন।
কৃষকরা জানান, এ বছর শিলা-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হয়েছে। ফলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, বেলাবো উপজেলায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯০ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। প্রতি হেক্টর জমিতে এবার প্রায় ছয় টন ধান উৎপাদিত হয়েছে।