০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

  • Turja Das
  • পোস্ট হয়েছেঃ ০৮:১০:১২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • 43

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)’এর অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে স্থাপনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে মঙ্গলবার বেলা দুইটা থেকে প্রায় দেড়ঘণ্টার এই মানববন্ধনে আইনজীবী, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন, সুনামগঞ্জ’এর আয়োজনে এই মানববন্ধন হয়।

বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন’এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস ও প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনোয়ার আলী, জেলা জামায়েতের নায়েবে আমীর অ্যাড. শামসুদ্দিন আহমদ, জেলা সিপিবি’র সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শান্তিগঞ্জের চারটি স্থানে করা হয়েছে। টেক্সটাইল ইনস্টিউট, একটি কলেজ, একটি মাদ্রাসায় করা এই প্রতিষ্ঠানের বেশির ভাগ শিক্ষার্থী সুনামগঞ্জ শহর থেকে ওখানে যাতায়াত করে। কয়েকজন ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রীর বাড়িতে। শহর থেকে ওখানে যাতায়াত করা যেমন কষ্টসাধ্য, থেমনি অনিরাপদ মন্তব্য করেন বক্তারা।

তারা বলেন, জেলা সদরে বিশাল ক্যাম্পাস, শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করার উপযোগী অবকাঠামো থাকার পরও ওখানে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের থাকতে বাধ্য করা হচ্ছে। যা মোঠেই ভালো দেখায় না। আর্থিকভাবে অস্বচ্চল শিক্ষার্থীরা ওখানে টিউশনি করতে চাইলেও পাচ্ছে না। একারণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ, শিক্ষার্থীসহ সকলে মানববন্ধনে দাঁড়িয়েছেন। মানববন্ধন থেকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে স্থানান্তরের দাবি জানানো হয়।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৮:১০:১২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)’এর অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে স্থাপনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে মঙ্গলবার বেলা দুইটা থেকে প্রায় দেড়ঘণ্টার এই মানববন্ধনে আইনজীবী, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন, সুনামগঞ্জ’এর আয়োজনে এই মানববন্ধন হয়।

বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন’এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস ও প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনোয়ার আলী, জেলা জামায়েতের নায়েবে আমীর অ্যাড. শামসুদ্দিন আহমদ, জেলা সিপিবি’র সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শান্তিগঞ্জের চারটি স্থানে করা হয়েছে। টেক্সটাইল ইনস্টিউট, একটি কলেজ, একটি মাদ্রাসায় করা এই প্রতিষ্ঠানের বেশির ভাগ শিক্ষার্থী সুনামগঞ্জ শহর থেকে ওখানে যাতায়াত করে। কয়েকজন ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রীর বাড়িতে। শহর থেকে ওখানে যাতায়াত করা যেমন কষ্টসাধ্য, থেমনি অনিরাপদ মন্তব্য করেন বক্তারা।

তারা বলেন, জেলা সদরে বিশাল ক্যাম্পাস, শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করার উপযোগী অবকাঠামো থাকার পরও ওখানে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের থাকতে বাধ্য করা হচ্ছে। যা মোঠেই ভালো দেখায় না। আর্থিকভাবে অস্বচ্চল শিক্ষার্থীরা ওখানে টিউশনি করতে চাইলেও পাচ্ছে না। একারণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ, শিক্ষার্থীসহ সকলে মানববন্ধনে দাঁড়িয়েছেন। মানববন্ধন থেকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে স্থানান্তরের দাবি জানানো হয়।