০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাঁথিয়ায় সালিসী বৈঠক থেকে নারীকে অপহরণের অভিযোগ, অনৈতিক সম্পর্কের ঘটনায় সেনা সদস্যকে মারপিট

: পাবনার সাঁথিয়ায় পরকীয়া প্রেমের জেরে অনৈতিক সম্পর্কের সময় গণধুলাই খেলেন  উপজেলার  বিষ্ণুপুর গ্রামের মৃত কাদের মুন্সীর ছেরে অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুস সালাম (৫৫)। এ ঘটনায সালিসী বৈঠাক থেকে নারীকে অপহরণের অভিযোগ উঠেছে বহিরাগত প্রভাবশালী ও সেনা সদস্য সালামের বিরুদ্ধে। নারীর স্বামী আবু সাইদ বাদী হয়ে থানায অপহরণের অভিযোগ করেছেন।
জানাযায, দীর্ঘ দিন ধরে বিষ্ণুপুর গ্রামের কাদেরের ছেলে সালামের সাথে পরকীয়া সম্পর্ক চলছিল একই গ্রামের সাইদের স্ত্রী(৪০)।
শুক্রবার সন্ধ্যার পরে সালাম তার পরকীযা প্রেমিকার ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ ঘটনা স্থানীয়রা ভিডিও ফোনে ধারণ করেন ও সালাম কে আটক করে মারধর করতে থাকে। বিষয়টি জানা জানি হলে রাত ৯ টার সময় স্থানীয় বিএনপির নেতা কর্মীদের ও এলাকাবাসীর উপস্থিতে বসে সালিসী বৈঠাক। একই গ্রামের আজাহার আলীর বাড়িতে স্থানীয় বিএনপি নেতা মান্নান মুহুরীর সভাপতিত্বে সালিসী  বৈঠক  চলে ভোর ৪ টা পর্যন্ত। সালিসী বৈঠাকে পরকীযা প্রেমিক প্রেমিকা নিজেরা বিযেতে রাজি হলে এতে বাঁধা দেন বহিরাগত প্রভাবশালী বিএনপি নেতা ও স্বজনরা। পরে প্রভাবশালী নেতা ও প্রেমিকের স্বজনরা স্থানীয় প্রধানদের অমান্য করে ছেলে ও মেয়ে সালিসী বৈঠাক থেকে জোড় পূর্বক তুলে নিযে আসে।
এ ঘটনায শনিবার সকালে ওই নারীর স্বামী আবু সাইদ বাদী হয়ে স্ত্রীকে অপহরণ ও তার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ করেন প্রেমিক সালাম ও তার স্বজনদের বিরুদ্ধে।
এ বিসয়ে প্রেমিক সাবেক সেনা সদস্য আব্দুস সালাম জানান, আমাকে মারপিট করা হয়েছে। আমি অসুস্থ চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি। তিনি আরো বলেন ওই নারীর সাথে আমার কোন অনৈতিক সম্পর্কের ঘটনা ঘটেনি।
সালিসী বৈঠাকের সভাপতি বিএনপি নেতা আব্দুল মান্নান মহুরী জানান,  আমার  সভাপতিত্বে ও স্থানীয় দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে বৈঠাক শুরু হয়। আমরা রাতভর ঘটনা মিমাংসার চেষ্টা করি। তবে বহিরাগতরা মোটা অংকের টাকায় সালামের স্বজনদের সহায়তায় ভুক্তভুগী নারীকে বৈঠাক থেকে জোর করে তুলে নিয়ে যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আমরা অপহরণের অভিযোগ পেয়েছি। বিষযটি তদন্ত করে ব্যবস্থা  নেয়া হবে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

কুমিল্লা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে শ্রমিকলীগ নেতাসহ ৪ মাদক ব‍্যবসায়ী আটক

সাঁথিয়ায় সালিসী বৈঠক থেকে নারীকে অপহরণের অভিযোগ, অনৈতিক সম্পর্কের ঘটনায় সেনা সদস্যকে মারপিট

পোস্ট হয়েছেঃ ০২:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
: পাবনার সাঁথিয়ায় পরকীয়া প্রেমের জেরে অনৈতিক সম্পর্কের সময় গণধুলাই খেলেন  উপজেলার  বিষ্ণুপুর গ্রামের মৃত কাদের মুন্সীর ছেরে অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুস সালাম (৫৫)। এ ঘটনায সালিসী বৈঠাক থেকে নারীকে অপহরণের অভিযোগ উঠেছে বহিরাগত প্রভাবশালী ও সেনা সদস্য সালামের বিরুদ্ধে। নারীর স্বামী আবু সাইদ বাদী হয়ে থানায অপহরণের অভিযোগ করেছেন।
জানাযায, দীর্ঘ দিন ধরে বিষ্ণুপুর গ্রামের কাদেরের ছেলে সালামের সাথে পরকীয়া সম্পর্ক চলছিল একই গ্রামের সাইদের স্ত্রী(৪০)।
শুক্রবার সন্ধ্যার পরে সালাম তার পরকীযা প্রেমিকার ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ ঘটনা স্থানীয়রা ভিডিও ফোনে ধারণ করেন ও সালাম কে আটক করে মারধর করতে থাকে। বিষয়টি জানা জানি হলে রাত ৯ টার সময় স্থানীয় বিএনপির নেতা কর্মীদের ও এলাকাবাসীর উপস্থিতে বসে সালিসী বৈঠাক। একই গ্রামের আজাহার আলীর বাড়িতে স্থানীয় বিএনপি নেতা মান্নান মুহুরীর সভাপতিত্বে সালিসী  বৈঠক  চলে ভোর ৪ টা পর্যন্ত। সালিসী বৈঠাকে পরকীযা প্রেমিক প্রেমিকা নিজেরা বিযেতে রাজি হলে এতে বাঁধা দেন বহিরাগত প্রভাবশালী বিএনপি নেতা ও স্বজনরা। পরে প্রভাবশালী নেতা ও প্রেমিকের স্বজনরা স্থানীয় প্রধানদের অমান্য করে ছেলে ও মেয়ে সালিসী বৈঠাক থেকে জোড় পূর্বক তুলে নিযে আসে।
এ ঘটনায শনিবার সকালে ওই নারীর স্বামী আবু সাইদ বাদী হয়ে স্ত্রীকে অপহরণ ও তার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ করেন প্রেমিক সালাম ও তার স্বজনদের বিরুদ্ধে।
এ বিসয়ে প্রেমিক সাবেক সেনা সদস্য আব্দুস সালাম জানান, আমাকে মারপিট করা হয়েছে। আমি অসুস্থ চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি। তিনি আরো বলেন ওই নারীর সাথে আমার কোন অনৈতিক সম্পর্কের ঘটনা ঘটেনি।
সালিসী বৈঠাকের সভাপতি বিএনপি নেতা আব্দুল মান্নান মহুরী জানান,  আমার  সভাপতিত্বে ও স্থানীয় দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে বৈঠাক শুরু হয়। আমরা রাতভর ঘটনা মিমাংসার চেষ্টা করি। তবে বহিরাগতরা মোটা অংকের টাকায় সালামের স্বজনদের সহায়তায় ভুক্তভুগী নারীকে বৈঠাক থেকে জোর করে তুলে নিয়ে যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আমরা অপহরণের অভিযোগ পেয়েছি। বিষযটি তদন্ত করে ব্যবস্থা  নেয়া হবে।