
তজুমদ্দিন উপজেলা অবস্থিত ছোট ডাওরী মুচি বাড়ির কোনা বাজার। এই বাজারে উত্তরপাশে শিবপুর খাসেরহাট রোডে একটি ড্রেন তৈরি করা হয়েছে, বর্তমানে ড্রেনটি ময়লা ও পানি দিয়ে ভর্তি হয়ে আছে! ড্রেনটি তৈরি করার পূর্বে পানি অথবা ময়লা আবর্জনা নামার মত কোন ব্যবস্থা রাখা হয়নি, ফলে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ড্রেনটি বর্তমানে জনসাধারণের কোন কাজে ই আসছে না।
খবর নিয়ে জানা গেছে এই ড্রেনটি তৈরি করা হয়েছে সাবেক উপজেলার চেয়ারম্যানের এক নিকট আত্মীয়কে খুশি করার জন্য।