
চট্টগ্রাম নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতা নিজাম উদ্দীনের বিরুদ্ধে কথিত শ্রমিক লীগ নেতা নামধারী নওশেদ জামাল ও তার স্ত্রী জন্নাত আরা সহ তাদের সহযোগীরা পরিকল্পিত ভাবে নিজাম উদ্দীনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়াতে নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে । এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগের মাধ্যমে তার চরিত্র হনন অপচেষ্টার প্রতিবাদে নিজাম উদ্দিন রবিবার (৬ জুলাই) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন।
নিজাম উদ্দীন অভিযোগ করেন শ্রমিক লীগ নেতা নামধারী জামাল উদ্দীনকে সিএমি’র কোতোয়ালী থানা পুলিশ কয়েক মাস আগে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তিনি আরও বলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন নওশেদ জামাল নামের ওই শ্রমিকলীগ নেতা যিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এই পুরো প্রক্রিয়াটি একটি আইনী প্রক্রিয়া ছিল। আমি নিজে আইনের মানুষ নই তাই এতে আমার কোন সংশ্লিষ্টতা নেই কিন্তু একটি কুচক্রী মহল তথা গোষ্ঠী ও সেই শ্রমিক লীগ নেতার বাহিনী ও স্ত্রী রিয়াজুল জান্নাত তার স্বামীকে কারাগারে পাঠানোর সাথে আমার সংশ্লিষ্টতা দাবী করে “কর্ণফুলী মিডিয়া’ নামে একটি পেইজ বুক পেজে আমার বিরুদ্ধে নানারকম মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার করে আসছে গত কয়েকদিন ধরে। এমন কি ১০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ও ভিত্তিহীন।।
তিনি আরও বলেন সম্প্রতি সময়ে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে, তার কারণ বিগত ১১ মাস আগে ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও অধিকাংশ নেতাকর্মী ও দোসরেরা এখনো এই শহরে অলিতে গলিতে বুক ফুলিয়ে ঘুলে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে প্রশাসন অনেকটা উদাসীন বললেই চলে কিন্তু আমি নিজাম উদ্দিন এ ব্যাপারে আপোষহীন, জুলাই আন্দোলনে যারা সরাসরি সক্রিয়ভাবে আমাদের দিকে গুলি চালিয়েছে, আমার ভাইদের রক্ত ঝড়িযেছে তাদের ব্যাপারে আমি এখনো জিরো টলারেন্স নীতি অবলম্বন করে যাচ্ছি, আর যে কারণেই আমার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নানামুখী অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি গোষ্ঠী।