
বিভিন্ন রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয়। আর এসব পোস্ট করা হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠনের ফেসবুক গ্রুপ বা পোস্টে। সেখান থেকে নাম্বার সংগ্রহ করে কল দিতেন এই যুবক। ওই নাম্বারে যোগাযোগ করে নিজে রক্ত দিবেন বলে ৫০০ থেকে ১০০০ টাকা বা তারও বেশি টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ নগদ করে নিতেন। তবে টাকা পাওয়ার পর থেকে কোন রক্ত না দিয়ে মোবাইল নাম্বার ব্লক বা বন্ধ করে রাখতেন। একজন রোগী সময় মত রক্ত না পাওয়ায় মা/রা গেছেন বলে জানা যায়।এই যুবকটির নাম আবু জাহিদ। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বেলবাড়ি গ্রামে। আজ স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তদান সংগঠন থেকে আবু জাহিদকে ডাকা হলে। তিনি অপরাধ স্বীকার করেন । এমন কাজ আর কখনো করবে না বলে স্ট্যাম্প পেপারে অঙ্গীকার করেন