০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাপাহারকে ঘিরে দুই দিনব্যাপী আম উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

  • রবিউল আলম
  • পোস্ট হয়েছেঃ ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 90
নওগাঁর সাপাহারে আম কে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ ভাবে প্রথম বারের মতো আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আম উৎসব ২০২৫।
নওগাঁ জেলা প্রশাসন এর আয়োজনে ও সাপাহার  উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাঁকজমকপূর্ণ ভাবে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসবটি।
১৯ ও ১৯ জুলাই দুই দিন ব্যাপী সাপাহার সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিস্টান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আম উৎসবটি অনুষ্ঠিত হবে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান,আম উৎসবে থাকবে আম বিক্রয়-বিতরণসহ নানা স্টল, যেখানে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। থাকছে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের স্টলও, যাতে ক্রেতারা মেলা থেকেই আম কিনে সহজে দেশে-বিদেশে পাঠাতে পারবেন। এছাড়া আম দিয়ে তৈরি নানা খাবারের স্টল, আম চাষিদের প্রোফাইল, অনলাইন সরবরাহকারীর তথ্য, এবং বিভিন্ন জাতের আমের প্রদর্শনী স্টল থাকবে মেলায়।
ফেস্টিভালে (আম উৎসব)/ ১০০ জন অংশগ্রহণকারীর জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশন আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। সেখানে আমের রোগবালাই দূরীকরণ, সঠিক উৎপাদন পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে। একইসাথে অনুষ্ঠিত হবে উন্মুক্ত সেমিনার, যেখানে বিদেশে আম রপ্তানির সুযোগ-সুবিধা এবং বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা।
তিনি আরোও জানান, “সাপাহারে যে পরিমাণ আম উৎপাদিত হয়, তা দিয়ে বড় বড় কোম্পানি সারা বছর বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করতে পারে। তবুও চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তাই আমের বানিজ্যিক রাজধানী হিসেবে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।”
প্রসঙ্গত, সাপাহারে বর্তমানে ২০ হাজারের বেশি আম চাষি রয়েছেন এবং এই অঞ্চলে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়ে থাকে। গত বছর এখানে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং প্রায় ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেনসহ বিশাল আমের বাজার গড়ে উঠেছিল।
ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫ সফল হলে সাপাহারের আম আরও নতুন বাজারে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আম ভিত্তিক ভোজন প্রতিযোগিতা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জ তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

সাপাহারকে ঘিরে দুই দিনব্যাপী আম উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

পোস্ট হয়েছেঃ ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
নওগাঁর সাপাহারে আম কে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ ভাবে প্রথম বারের মতো আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আম উৎসব ২০২৫।
নওগাঁ জেলা প্রশাসন এর আয়োজনে ও সাপাহার  উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাঁকজমকপূর্ণ ভাবে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসবটি।
১৯ ও ১৯ জুলাই দুই দিন ব্যাপী সাপাহার সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিস্টান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আম উৎসবটি অনুষ্ঠিত হবে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান,আম উৎসবে থাকবে আম বিক্রয়-বিতরণসহ নানা স্টল, যেখানে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। থাকছে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের স্টলও, যাতে ক্রেতারা মেলা থেকেই আম কিনে সহজে দেশে-বিদেশে পাঠাতে পারবেন। এছাড়া আম দিয়ে তৈরি নানা খাবারের স্টল, আম চাষিদের প্রোফাইল, অনলাইন সরবরাহকারীর তথ্য, এবং বিভিন্ন জাতের আমের প্রদর্শনী স্টল থাকবে মেলায়।
ফেস্টিভালে (আম উৎসব)/ ১০০ জন অংশগ্রহণকারীর জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশন আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। সেখানে আমের রোগবালাই দূরীকরণ, সঠিক উৎপাদন পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে। একইসাথে অনুষ্ঠিত হবে উন্মুক্ত সেমিনার, যেখানে বিদেশে আম রপ্তানির সুযোগ-সুবিধা এবং বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা।
তিনি আরোও জানান, “সাপাহারে যে পরিমাণ আম উৎপাদিত হয়, তা দিয়ে বড় বড় কোম্পানি সারা বছর বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করতে পারে। তবুও চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তাই আমের বানিজ্যিক রাজধানী হিসেবে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।”
প্রসঙ্গত, সাপাহারে বর্তমানে ২০ হাজারের বেশি আম চাষি রয়েছেন এবং এই অঞ্চলে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়ে থাকে। গত বছর এখানে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং প্রায় ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেনসহ বিশাল আমের বাজার গড়ে উঠেছিল।
ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫ সফল হলে সাপাহারের আম আরও নতুন বাজারে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আম ভিত্তিক ভোজন প্রতিযোগিতা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।