
২১তম দিনে গড়ালো আশুলিয়ার সাব রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে দলিল লেখকদের আন্দোলন।
দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে জনভোগান্তি তৈরি করার অভিযোগ এনে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার খাইরুল বাশার ভূইঁয়া পাভেলের পদত্যাগের এক দফা দাবিতে আজ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতী পালন করেছে দলিল লেখকরা। উত্তেজনার খবর পেয়ে পুলিশ অফিসের সামনে অবস্থান নেন।
আজ সোমবার সকাল থেকেই পদত্যাগের দাবিতে মিছিল-শ্লোগানে উত্তপ্ত হয়ে উঠে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণ। যোগ দেন শতাধিক এলাকাবাসী ও হয়রানির শিকার কয়েক জন ভুক্তভোগীও। মিছিলটি সাব রেজিস্ট্রার অফিসের সামনে থেকে শুরু হয়ে সিএন্ডবি-আশুলিয়া সড়ক প্রদক্ষিন শেষে অফিসের সামনে এসে শেষ হয় । সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেলকে দূর্নীতিবাজ উল্লেখ করে সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছে অবিলম্বে পদত্যাগ দাবি করেন বক্তারা। পরে তারা অফিসের সামনে অবস্থান ধর্মঘট করে ও লাগাতার কর্মবিরতি পালন করে।
দলিল লেখকরা অভিযোগ করেন, দূর্নীতিবাজ এই সাব রেজিস্ট্রারের জন্য সেবা গ্রহীতারা হয়রানির শিকার ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তাকে অবিলম্বে পদত্যাগের দাবি করেন।
এ ঘটনার পর থেকেই কার্যত দলিল সম্পাদন প্রায় স্থবির হয়ে পরেছে। সরকারের রাজস্ব ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ১৭ জুন থেকে লাগাতার এ কর্মসূচি পালন করছে তারা।
এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে অন্য কোন মন্তব্য করতে রাজি হননি সাব রেজিস্ট্রার পাভেল।