১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোস্তানিছুর রহমানের চাকরির মেয়াদ বৃদ্ধি

  • Ziaur Rahman
  • পোস্ট হয়েছেঃ ১১:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 141
যশোরের চৌগাছা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমানের চাকুরির মেয়াদ বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ড.মোস্তানিছুর রহমানের আবেদনের প্রেক্ষিতে গত জুন মাসের ২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যথাযত কর্তৃপক্ষ স্বাক্ষরিত মেয়াদ বৃদ্ধির একটি অনুমতিপত্র কলেজে এসে পৌছেছেন বলে কলেজটির ভাইস প্রিন্সিপাল মোঃ আলমগির সিদ্দিক নিশ্চিত করেছেন।  ড.মোস্তানিছুর রহমান চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ এবং নৌকা প্রতিকের সাবেক উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সদস্য।
কলেজসূত্রে জানা যায়, গত ২২ মে প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ মোস্তানিছুর রহমানের চাকরির মেয়াদ শেষ হয়। তিনি অধ্যক্ষ থাকাবস্থায় ২০১৯ সালে নৌকা প্রতিক নিয়ে চৌগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার কলেজটি ছিল উপজেলা আওয়ামী লীগের সভা সমাবেশের স্থান। একাধিক সূত্র জানিয়েছে, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও মোস্তানিছুর রহমান একই সাথে কলেজ ও উপজেলা পরিষদ থেকে বেতন নিয়েছেন।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছু জানেন না বলে জানিয়েছেন।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিকি জানান, তার আবেদনের প্রেক্ষিতে তার  মেয়াদ বর্ধীত করা হয়েছে। এসময় অধ্যক্ষ মোস্তানিছুর রহমানের ২০১৯ সালের নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান ছিলেন জানালে তিনি বলেন, তাহলে তো উনি পরিচয় গোপন করে অনুমোদন করিয়েছেন।
উল্লেখ্য তার স্ত্রীও কলেজটিতে লাইব্রেরিয়ান পদে চাকুরিরত। তার ছেলে রাথিক মৃধা চৌগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক।
এ বিষয়ে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে অধ্যক্ষ মোস্তানিছুর রহমানের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জ তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোস্তানিছুর রহমানের চাকরির মেয়াদ বৃদ্ধি

পোস্ট হয়েছেঃ ১১:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
যশোরের চৌগাছা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমানের চাকুরির মেয়াদ বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ড.মোস্তানিছুর রহমানের আবেদনের প্রেক্ষিতে গত জুন মাসের ২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যথাযত কর্তৃপক্ষ স্বাক্ষরিত মেয়াদ বৃদ্ধির একটি অনুমতিপত্র কলেজে এসে পৌছেছেন বলে কলেজটির ভাইস প্রিন্সিপাল মোঃ আলমগির সিদ্দিক নিশ্চিত করেছেন।  ড.মোস্তানিছুর রহমান চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ এবং নৌকা প্রতিকের সাবেক উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সদস্য।
কলেজসূত্রে জানা যায়, গত ২২ মে প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ মোস্তানিছুর রহমানের চাকরির মেয়াদ শেষ হয়। তিনি অধ্যক্ষ থাকাবস্থায় ২০১৯ সালে নৌকা প্রতিক নিয়ে চৌগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার কলেজটি ছিল উপজেলা আওয়ামী লীগের সভা সমাবেশের স্থান। একাধিক সূত্র জানিয়েছে, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও মোস্তানিছুর রহমান একই সাথে কলেজ ও উপজেলা পরিষদ থেকে বেতন নিয়েছেন।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছু জানেন না বলে জানিয়েছেন।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিকি জানান, তার আবেদনের প্রেক্ষিতে তার  মেয়াদ বর্ধীত করা হয়েছে। এসময় অধ্যক্ষ মোস্তানিছুর রহমানের ২০১৯ সালের নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান ছিলেন জানালে তিনি বলেন, তাহলে তো উনি পরিচয় গোপন করে অনুমোদন করিয়েছেন।
উল্লেখ্য তার স্ত্রীও কলেজটিতে লাইব্রেরিয়ান পদে চাকুরিরত। তার ছেলে রাথিক মৃধা চৌগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক।
এ বিষয়ে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে অধ্যক্ষ মোস্তানিছুর রহমানের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।