০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খুবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তৃতীয় দিন অতিবাহিত

  • এম এ জলিল
  • পোস্ট হয়েছেঃ ০৫:৫৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 87

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘উইক অব ওয়েলকাম’ শীর্ষক ৫ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। ০৯ জুলাই (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ওরিয়েন্টেশনের তৃতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল পাঠ্যসূচিভিত্তিক শিক্ষার স্থান নয়। এখানে শিক্ষা ও গবেষণার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে বহুমাত্রিকভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে। শিক্ষাজীবনের এই চারটি বছর প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়া, গবেষণা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষাজীবনের লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, ছাত্ররাজনীতি-মুক্ত পরিবেশ এবং সেশনজটবিহীন একাডেমিক কার্যক্রমের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশজুড়ে বিস্তৃত। এখানকার শিক্ষার্থীরা সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত না থাকলেও রাজনৈতিক বিষয়ে সচেতন। দেশের যেকোনো সংকটে তাঁরা অগ্রণী ভূমিকা রেখেছে- এর সর্বশেষ উদাহরণ হলো জুলাই আন্দোলন।
উপাচার্য নবাগত শিক্ষার্থীদের মাদক, র‌্যাগিংসহ সকল প্রকার অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি ভবিষ্যতের দেশগঠনে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করেন।
এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুসারে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র‌্যাগিং ও মাদককে না বলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। একই অনুষ্ঠানে নতুনভাবে মুদ্রিত স্টুডেন্ট হ্যান্ডবুক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
ওরিয়েন্টেশনে গেস্ট অব অনার হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল-আউয়াল।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কপিং এন্ড থ্রাইভিং ইন হায়ার এডুকেশন এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ ছাড়াও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর মোছা. তাছলিমা খাতুন এবং খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
ওরিয়েন্টেশনের তৃতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডিভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ভাস্কর্য ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের সাথে সাক্ষাতের আমন্ত্রণ পেল জুলাই আন্দোলনে নিহত বিপ্লব হাসানের পরিবার

খুবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তৃতীয় দিন অতিবাহিত

পোস্ট হয়েছেঃ ০৫:৫৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘উইক অব ওয়েলকাম’ শীর্ষক ৫ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। ০৯ জুলাই (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ওরিয়েন্টেশনের তৃতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল পাঠ্যসূচিভিত্তিক শিক্ষার স্থান নয়। এখানে শিক্ষা ও গবেষণার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে বহুমাত্রিকভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে। শিক্ষাজীবনের এই চারটি বছর প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়া, গবেষণা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষাজীবনের লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, ছাত্ররাজনীতি-মুক্ত পরিবেশ এবং সেশনজটবিহীন একাডেমিক কার্যক্রমের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশজুড়ে বিস্তৃত। এখানকার শিক্ষার্থীরা সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত না থাকলেও রাজনৈতিক বিষয়ে সচেতন। দেশের যেকোনো সংকটে তাঁরা অগ্রণী ভূমিকা রেখেছে- এর সর্বশেষ উদাহরণ হলো জুলাই আন্দোলন।
উপাচার্য নবাগত শিক্ষার্থীদের মাদক, র‌্যাগিংসহ সকল প্রকার অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি ভবিষ্যতের দেশগঠনে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করেন।
এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুসারে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র‌্যাগিং ও মাদককে না বলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। একই অনুষ্ঠানে নতুনভাবে মুদ্রিত স্টুডেন্ট হ্যান্ডবুক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
ওরিয়েন্টেশনে গেস্ট অব অনার হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল-আউয়াল।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কপিং এন্ড থ্রাইভিং ইন হায়ার এডুকেশন এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ ছাড়াও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর মোছা. তাছলিমা খাতুন এবং খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
ওরিয়েন্টেশনের তৃতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডিভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ভাস্কর্য ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।