
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার সাথে সংযুক্ত রেললাইন থেকে দুই হাজারের বেশি স্লিপার চুরির অভিযোগ উঠেছে। এতে রেলওয়ের প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, রেলওয়ে কারখানার ১০, ১১ ও ১২ নম্বর গেটের সামনের এলাকা থেকে এই স্লিপারগুলো চুরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দিনের আলোতেই দুষ্কৃতকারীরা স্লিপার খুলে নিয়ে যাচ্ছে, অথচ রেলওয়ে কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
চিনি মসজিদ ইসলামবাগ এলাকার বাসিন্দা মনসুর আলম বলেন, ‘দিন দুপুরে চোখের সামনেই রেলের স্লিপার খুলে নিয়ে যাচ্ছে চোরেরা। অথচ রেলওয়ের কোনো লোকজন এ বিষয়ে কিছু বলছে না। দিনে-দুপুরে এভাবে লুটপাট চললেও কেউ দেখার নেই।’
এ নিয়ে ট্রেন চালকরা জানিয়েছেন, স্লিপার না থাকায় কারখানার লাইনে ট্রেন প্রবেশের সময় প্রায়ই লাইনচ্যুতির ঘটনা ঘটছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রকৌশলী বিভাগের ইনচার্জ জানান, ‘কাঠের তৈরি এই রেললাইনগুলোর দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। এরই সুযোগে দুর্বৃত্তরা স্লিপারগুলো চুরি করছে। কোচ আনা-নেওয়ার রেললাইনগুলো খুবই পুরনো হয়ে গেছে। ইতিমধ্যে কিছু নতুন স্লিপার স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি লাইনগুলোও সংস্কার করা হবে।’
এদিকে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ নবী জানান, ‘এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের অভিযোগ, স্লিপার চুরির ঘটনার সাথে প্রভাবশালী একটি চক্র জড়িত থাকতে পারে। তারা দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রিপোর্ট মোঃ আলিম হোসেন রাব্বি