
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের এক বাসা থেকে বেপক চুরির ঘটনা ঘটেছে গতকাল রাতে ।
আজকে সকাল ৮ টায় তাদের হুস আসে এতো সময় তাঁরা সবাই অচেতন অবস্থায় ছিল , এই এলাকার আশেপাশে বিষয়ে কিছু বলি তা হলো, কিছু পোলাপান বেকারত্ব জীবন যাপন করছে এবং ২৪ ঘন্টা মাদকের সাথে জড়িয়ে আছে এলাকার মানুষের ধারণা এগুলো স্থানীয় চুর হবে দূরের কেউ না ।
সমাজের দায়িত্বশীল এবং পুলিশ প্রশাসনের কাছে বলতে চাই তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনা হোক।