
নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের মাঝে দাওয়াতী সভা করেছে জামায়াতের সৈয়দপুর সাংবাদিক ইউনিট। গতকাল ৯ জুলাই রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। সভাপতিত্ব করেন পেশাজীবি বিভাগের সভাপতি সেকেন্দার আলী।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দীন খান, সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব মো. নজরুল ইসলাম। মিডিয়া ইউনিটের দায়িত্বশীল সাহাবাজ উদ্দিন সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সময় টিভির জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল, দৈনিক নয়াদিগন্তের সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী ও শহর জামায়াতের মিডিয়া বিভাগের দায়িত্বশীল আব্দুস সালাম প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি কাজী জাহিদ, দেশ টিভির জেলা প্রতিনিধি আমিরুল হক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ, দৈনিক খবরের কাগজ জেলা প্রতিনিধি মমিনুর আজাদ, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি গোপাল রায়, সাপ্তাহিক সাফ জবাব পত্রিকায় নির্বাহী সম্পাদক মিজানুর রহমান মিলন, দৈনিক খোলাচোখ সৈয়দপুর প্রতিনিধি এম এ মোমেন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি নওশাদ আনসারী, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আব্দুল মুকিত দুলাল, ডেইলি পোস্ট পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি তৌসিফ হোসেন, সময় টিভির ক্যামেরা পারসন সোহেল ও এপিএন নিউজের আতিয়ার রহমান প্রমুখ আজকের খবর নিউজের মোঃ আলিম হোসেন রাব্বি।