
খুলনা – ৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী বলেছেন, খেলাধুলা কেবল একটি বিনোদনমূলক মাধ্যম নয়, বরং শিক্ষা, নেতৃত্ব এবং সামাজিক দক্ষতা অর্জনের একটি শক্তিশালী ক্ষেত্র। তিনি গতকাল ৮ জুলাই বিকাল সাড়ে ৩ টায় ঐতিহ্যবাহী শিরোমনি ফাইটার্স ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল বাশার, ও খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম। কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকা, রফিকুল ইসলাম রফিক, শেখ আনোয়ার হোসেন। খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক ও যুবদল নেতা গাজী মনিরুল ইসলাম। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় খুলনা নর্থ এবং খালিশপুর ফুলটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় খুলনা নর্থ ২/০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেন। খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মোঃ পারভেজ আলম। পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইফুল্লাহ তারেক। ঐতিহ্যবাহী শিরোমনি ফাইটার্স ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।