
সুনামগঞ্জ জেলা থেকে তাহিরপুর উপজেলা যোগাযোগ ব্যবস্তার একমাত্র রাস্তা থেকে একদল অপরাধী নামে ব্লক চুরির অভিযোগ উঠেছে। হাওড় বেষ্টিত অঞ্চল বিধায় সুনামগঞ্জের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রধানত নৌপথ কেন্দ্রিক। এ জেলায় মোট বারোটি উপজেলার মধ্যে মাত্র নয়টি উপজেলার সাথে সুনামগঞ্জ জেলা সদরের সড়ক পথে যোগাযোগ রয়েছে এর মধ্যে অধিকাংশ রাস্তা কাঁচা, বৃষ্টিতে তলিয়ে যায়। হাওড় বেষ্টিত জেলা হওয়ার কারণে দেশের অন্যান্য অঞ্চলের সাথে এ জেলার সড়কপথে যোগাযোগ ব্যতীত অন্য কোন যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই। রাজধানীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহর থেকে এবং জেলা সদর থেকে আসার একটি মাত্র রাস্তা যা ৩২ কিলোমিটার পাড়ি দিয়ে জেলা সদর থেকে তাহিরপুর উপজেলায় আসতে হয়। কিছু দুষ্কৃতির দল রাতের আঁধারে তাহিরপুর টু আনোয়ারপুর এর রাস্তার মধ্যে ভাগে চিকসা গ্রামের সামনে ব্রিজ সংলগ্নের কাছ থেকে রাস্তার সাইড প্রটেকশনের দেয়া ব্লক চুরি করে নেয় তারা। প্রতিনিয়ত চুরি হচ্ছে এখানকার ব্লকগুলো।অনেকে বিষয়টি অবগত থাকার পরেও পেশী শক্তির ভয়ে কিছু বলছে না এখানকার স্থানীয় বাসিন্দারা। রোজ শনিবার তাহিরপুর উপজেলা ৬ নং সদর,এর ৯ নং ওয়ার্ড সদস্য,জনাব শফিকুল হক নিজ ফেসবুক আইডিতে।
ব্লকশূন্য ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক পোষ্ট করেন, ঐই পোষ্টে তিনি লিখেন তাহেরপুর টু সুনামগঞ্জ রাস্তার দক্ষিণ পার্শ্বের অর্থাৎ হাওরের সাইডের ব্লক রাতের অন্ধকারে একদল চোর চুরি করে নিয়ে যাচ্ছে এতে করে ঢেউয়ে ভেঙ্গে যাচ্ছে রাস্তাটি,এটি তাহেরপুর টু সুনামগঞ্জ যাওয়া আসার একমাত্র রাস্তা। প্রশাসন- সাংবাদিক- সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি।অতি দ্রুত চোরদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রাস্তাটি ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে বলা হয় ঐ ফেসবুক পোষ্টে।এ বিষয়ে জানতে চিকিসা গ্রামের কয়েকজন তরুণ যুবকদের সাথে যোগাযোগ করলে, নাম প্রকাশে তারা প্রথমে অনীহা প্রকাশ করে।পরে তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য নাম গোপন রাখা হবে বললে তারা জানায় চোরগুলো সকলেই চিকসা গ্রামের স্থায়ী বাসিন্দা। চিকসা গ্রামের নেশা থেকে শুরু করে যত ধরনের অপকর্ম আছে সবকিছুর সাথে এদের সম্পৃক্ততা রয়েছে। ঐ গ্রামের বাসিন্দা রাজিব (২৫) সজিব(২২) রাকিব(১৯) পিতা: মো: ছায়েদ মিয়া ও সুন্দর আলী(৪০) পিতা :আনছার আলী সকলে ব্লক চুরির সাথে সম্পৃক্ত তারা চিকসা গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানান। তাদের পিছনে রয়েছে অদৃশ্য এক শক্তি যার মদদে তারা এই অপকর্ম গুলো প্রতিনিয়ত করে যাচ্ছে।বাংলাদেশের মধ্যে সৌন্দর্যের রানী বলা হয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাকে, এখানে একাধিক পর্যটন স্পট থাকার কারণে দেশের বিভিন্ন শহর থেকে প্রতিনিয়তই পর্যটকের আনাগুনা রয়েছে।পর্যটনখ্যাত এই অঞ্চলের মানুষের চলাফেরা করার যোগাযোগ মাধ্যমের রাস্তাটি দ্রুততম সময়ে মেরামত করে রক্ষা করা প্রয়োজন।