
ঢাকার ধামরাইয়ে ধামরাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলার ধামরাই ইউনিয়নের শরিফবাগ বাজারে এই শাখা অফিস উদ্বোধনের মাধ্যমে নতুন শাখা কমিটিও গঠন করা হয়। মো: কামরুজ্জামানকে সভাপতি ও মো: মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২৭ সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়।
রবিবার (১৩ জুলাই) দুপুরের দিকে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় এই শাখা অফিস উদ্বোধন করা হয়।
শাখা কমিটির অফিস ও নতুন কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, যুগ্নু সাধারণ সম্পাদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ স্থানীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমরা সব সময় শ্রমিক ভাইদের পাশে আছি থাকবো। যে কোন সমস্যা সেটা পারিবারিক বা কাজের ক্ষেত্রেই হোক। আমরা শ্রমিক আমরা ভাই ভাই। কারণ শ্রমিক ছাড়া আরেক শ্রমিকের কষ্ট কেউ বুঝবে না।
নতুন শাখা কমিটি গঠনের পর রতুন সদস্যদের মাঝে সংগঠনের নামে আইডি কার্ড বিতরণ করা হয়।