
তজুমদ্দিন উপজেলায় চাঁদপুর ইউনিয়নের মাহার কান্দি গ্রামের মোঃ জাফর মাঝি (৬০) কে তার নিজ বাড়িতে ৪-৫ জন মিলে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেলা ১১ঃ০০ টার দিকে। ঘটনাটি ঘটার পর জাফর মাঝি কে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জাফর মাঝি অভিযোগ করে বলেন, তাকে হিন্দু সম্প্রদায়ের ৪/৫ জন মিলে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে যখন করে । অভিযুক্তরা হলো, ১/ রাধা কৃষ্ণ, ২/ শ্রীকৃষ্ণ। উভয়ের পিতা: সচীন্দ্র মাহার। ও তাদের মা এবং বউ।
জাফর মাঝি জানিয়েছেন তিনি তজুমদ্দিন থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।