০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, ভোক্তার অভিযোগে ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারে “সাহা মেডিকেল হল” নামের একটি ফার্মেসিতে মাত্র ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ‘ওএসএল ফার্মা’ কোম্পানির উৎপাদিত “ডেক্সট্রেজ ২৫% ইনজেকশন”-এর এমআরপি নির্ধারিত ছিল ৯ টাকা। কিন্তু ফার্মেসিটি এটি ৮০ টাকায় বিক্রি করে। ভুক্তভোগী এক গ্রাহক অভিযোগ করলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিষয়টি আমলে নেয়।
অভিযানে আরও দেখা যায়, ফার্মেসিটিতে ওষুধের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন করা হয়নি এবং ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে শৃঙ্খলার মারাত্মক ঘাটতি ছিল। মালিকপক্ষ ওষুধটির অতিরিক্ত দামে বিক্রির কোনও বৈধ ক্রয় রশিদও দেখাতে ব্যর্থ হন।
এ সকল অভিযোগের প্রেক্ষিতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সাহা মেডিকেল হলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

হরিপুরে সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু/উভ/ঠাকুরগাঁও

কুমিল্লায় ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, ভোক্তার অভিযোগে ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৬:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারে “সাহা মেডিকেল হল” নামের একটি ফার্মেসিতে মাত্র ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ‘ওএসএল ফার্মা’ কোম্পানির উৎপাদিত “ডেক্সট্রেজ ২৫% ইনজেকশন”-এর এমআরপি নির্ধারিত ছিল ৯ টাকা। কিন্তু ফার্মেসিটি এটি ৮০ টাকায় বিক্রি করে। ভুক্তভোগী এক গ্রাহক অভিযোগ করলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিষয়টি আমলে নেয়।
অভিযানে আরও দেখা যায়, ফার্মেসিটিতে ওষুধের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন করা হয়নি এবং ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে শৃঙ্খলার মারাত্মক ঘাটতি ছিল। মালিকপক্ষ ওষুধটির অতিরিক্ত দামে বিক্রির কোনও বৈধ ক্রয় রশিদও দেখাতে ব্যর্থ হন।
এ সকল অভিযোগের প্রেক্ষিতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সাহা মেডিকেল হলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।