০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের বাৎসরিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত

  • হৃদয় আহমেদ,
  • পোস্ট হয়েছেঃ ০৭:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 16
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে দিনব্যাপী বাৎসরিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জুলাই, ২০২৫ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “নৈতিকতা ও স্বচ্ছতার সঙ্গে প্রাথমিক তথ্য সংগ্রহ গবেষণার অন্যতম মৌলিক ভিত্তি। শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জার্নালে নিয়মিত প্রবন্ধ প্রকাশে আরও সচেষ্ট হতে হবে। কারণ, গুণগত মানসম্পন্ন গবেষণা এবং তার প্রকাশনা শিক্ষকতার মানোন্নয়ন ও পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
সেমিনারে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য দেন লোকাল গভর্নমেন্ট অ্যান্ড আরবান স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সাদিক হাসান শুভ।
এবারের সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মোট ৫৩ জন গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন। এসব প্রবন্ধ মূল্যায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ (সাবেক উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
সেমিনারটি শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

হরিপুরে সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু/উভ/ঠাকুরগাঁও

নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের বাৎসরিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০৭:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে দিনব্যাপী বাৎসরিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জুলাই, ২০২৫ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “নৈতিকতা ও স্বচ্ছতার সঙ্গে প্রাথমিক তথ্য সংগ্রহ গবেষণার অন্যতম মৌলিক ভিত্তি। শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জার্নালে নিয়মিত প্রবন্ধ প্রকাশে আরও সচেষ্ট হতে হবে। কারণ, গুণগত মানসম্পন্ন গবেষণা এবং তার প্রকাশনা শিক্ষকতার মানোন্নয়ন ও পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
সেমিনারে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য দেন লোকাল গভর্নমেন্ট অ্যান্ড আরবান স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সাদিক হাসান শুভ।
এবারের সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মোট ৫৩ জন গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন। এসব প্রবন্ধ মূল্যায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ (সাবেক উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
সেমিনারটি শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।