
রাজশাহী মহানগরের নওদাপাড়া হাটে কাঁচা মরিচের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত হাটে যেখানে কাঁচা মরিচের দাম ছিল কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা , সেখানে রবিবার (১৩জুলাই) হাটে একই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কাঁচামাল ব্যবসায়ী বায়া গ্রামের মো. কামরুল জানান, গত হাটে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১০০ টাকা ছিল, কিন্তু বর্তমানে তা বেড়ে ৩০০ টাকা হয়েছে। তিনি আরও বলেন, বাজারে মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আমরা নিজেরাও বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছি। একই হাটের আরেক ব্যবসায়ী মো. উজ্জ্বল সরদার বলেন, অতিবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
নগরীর সপুরার এক ক্রেতা মো. জহির রায়হান আলাল বলেন, এত বেশি দামে কাঁচা মরিচ কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আগে যা ১০০ টাকায় এক কেজি কিনতাম, এখন তা ৩০০ টাকায় কেজি দরে কিনতে হচ্ছে । এতে পরিবারের ব্যয় বেড়ে গেছে। সরকার বা কর্তৃপক্ষ যেন দ্রুত এই মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়। স্থানীয় বাজার মনিটরিং কর্তৃপক্ষ দ্রুত দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ক্রেতারা আশঙ্কা করছেন, যদি দাম এমনই বাড়তে থাকে, তবে আগামী দিনে কাঁচা মরিচ সাধারণের ক্রয়সীমার বাইরে চলে যাবে।