
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী। দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়পরায়ণ নেতৃত্ব, সুশাসন ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে প্রতিটি আসনে যোগ্য প্রার্থী মনোনয়নের নীতিতে অটল আছে। তারই অংশ হিসেবে ঝালকাঠি-২ আসনে ডা. সিরাজুল ইসলাম সিরাজীকে হাতপাখা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়েছে।
ডা. সিরাজুল ইসলাম সিরাজী শুধু একজন আলেমই নন, তিনি বহুদিন ধরে চিকিৎসা সেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি সমাজ উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি বলেছেন, “আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। ইনশা আল্লাহ, ঝালকাঠি-২ আসনের জনগণকে সঙ্গে নিয়ে ইসলামী আদর্শভিত্তিক সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাব।” এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা তাকে হাতপাখা মার্কার কান্ডারী হিসেবে নির্বাচনী মাঠে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।