
গতকাল গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে ও জেলা বিএনপির বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র,মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। বহিরাশক্তি ভারতের তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে সুপরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া যাবে না মর্মে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।