১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

‘গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি’, ‘ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করে বিআরটিএ নরসিংদী সার্কেল। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, সিগন্যাল, সড়কচিহ্ন ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমীন, চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সাহা, বিআরটিএ নরসিংদী সার্কের মোটরযান পরিদর্শক মো: রাসেল আহমেদ ও বিআরটিএ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো: মিনহাজ উদ্দীন আহমেদ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হলে ভবিষ্যতে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমবে। তারা ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, সড়কে নিরাপদে চলাচলের কৌশল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আচরণের বিষয়ে দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সাইন সংবলিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। উল্লেখ্য, বিআরটিএ নরসিংদী সার্কেলের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি কমানো।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

হুজরাপুর মডেল একাডেমী প্রাঙ্গণে জলাবদ্ধতা অতি বৃষ্টিতে হাঁটু পানি, ব্যাহত পাঠদান

নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পোস্ট হয়েছেঃ ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

‘গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি’, ‘ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করে বিআরটিএ নরসিংদী সার্কেল। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, সিগন্যাল, সড়কচিহ্ন ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমীন, চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সাহা, বিআরটিএ নরসিংদী সার্কের মোটরযান পরিদর্শক মো: রাসেল আহমেদ ও বিআরটিএ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো: মিনহাজ উদ্দীন আহমেদ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হলে ভবিষ্যতে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমবে। তারা ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, সড়কে নিরাপদে চলাচলের কৌশল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আচরণের বিষয়ে দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সাইন সংবলিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। উল্লেখ্য, বিআরটিএ নরসিংদী সার্কেলের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি কমানো।