১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আষাঢ় মাসের কদম ফুল

  • আমিনুল হক
  • পোস্ট হয়েছেঃ ১০:৪৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 72

আজ শেষ আষাঢ় ফুটেছে অনেক আষাঢ়ে ফুল। বৃষ্টিস্নাত হয়ে প্রকৃতি সেজেছে ফুলে ফুলে । টানা বর্ষণে কারো আর বুঝতে বাকি নেই যে বর্ষা আমাদের মাঝে দাঁড়িয়ে। বৃষ্টি দিয়েই প্রকৃতি বিদায় জানালো আষাঢ়কে।  আষাঢ়ের শেষ দিনের আগমন বার্তা পেয়েই বৃষ্টি ঝরছে ঝর ঝর করে। বৃষ্টির বার্তা পেয়ে ফুটছে ফুল কদম, চালতা, পদ্ম, মাধবীলতা, কেয়া। সব ফুলগুলো বৃষ্টিস্নাত হয়ে হাসছে, দুলছে, বৃষ্টির ফোর্টার তালে তালে। প্রকৃতি সাজে নানা রূপে নানা ঢঙ্গে। বর্ষার নীল আকাশ মুখ গোমড়া করে কালো মেঘে ঢেকে রেখেছে । টানা বর্ষনেই বোঝা যায় বর্ষা মাস বিদায় নিচ্ছে । আষঢ় ঋতুর দেশ বাংলাদেশ বর্ষা ঋতু, আষাঢ় মাসেই ফোটে কদম ফুল।বর্ষার কদম ফুলের এখনো অনেক কদর আছে। আবাল ,বৃদ্ধ, বনিতা সবাই যেন এই কদম ফুলের পুজারী । বৃষ্টি ভেজা কাপড়ে দুই চার টা কদম ফুল হাতে সবাই যেন একবার নিয়ে যেতে চায় মনের মাধুরী মেখে প্রিয় জনের সাথে দেখা করতে। আবার কেউ কেউ ঘরের চার দেয়ালের মাঝেই উপভোগ করে কদম ফুলের সুন্দর্ষ। দেখতে যেমন ধবধবে সাদা মিষ্টি গন্ধে অপরুপ লাগে এই ফুল। ছোট ছোট বাচ্চারা বর্ষার পানিতে নেমে কেয়া পাতার নৌকা বানিয়ে ফুল দিয়ে সাজিয়ে ভাসিয়ে দেয়াটাই তাদের খেলা। কেয়া পাতার নৌকা গড়ে

সাজিয়ে দিব ফুলে।

তাল দিঘিতে ভাসিয়ে দিবে

চলবে দুলে দুলে।

এটা যেন ছোট বেলার পাকনামি ।

কবিব এ দুটি চরনেই বুঝা যায় বর্ষার বৈচিত্র। এ ঋতুতে শাপলা,কুমুদ ও কলমি ছাড়া কোন ফুল ফোটে না। তাই কদম ফুলের কদর বেশি।

সিরাজগঞ্জে শহরে দেখলাম এই মমতাময়ী নারীর হাতে কত সুন্দর কদম ফুল মানিয়েছে । রংঙে ঢংগে সাজানো হয়েছে নজর কাড়া ফুলের তোড়া। বর্ষার বিদায় লগ্নে কদম ফুলের আনন্দ উপভোগ করছে ফুল পিয়াসী এই রমনী। বর্ষার রুদ্র রুপ ভুলে ফুল ফুটুক বৃষ্টির ছন্দময় প্রতি ফোটার সাথে হেঁসে উঠুক পদ্ম, দোলা লাগুক কদমের গায়ে, হাতছানি দিয়ে ডেকে উঠুক চালতা ও মাধবি লতা ।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

হুজরাপুর মডেল একাডেমী প্রাঙ্গণে জলাবদ্ধতা অতি বৃষ্টিতে হাঁটু পানি, ব্যাহত পাঠদান

আষাঢ় মাসের কদম ফুল

পোস্ট হয়েছেঃ ১০:৪৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

আজ শেষ আষাঢ় ফুটেছে অনেক আষাঢ়ে ফুল। বৃষ্টিস্নাত হয়ে প্রকৃতি সেজেছে ফুলে ফুলে । টানা বর্ষণে কারো আর বুঝতে বাকি নেই যে বর্ষা আমাদের মাঝে দাঁড়িয়ে। বৃষ্টি দিয়েই প্রকৃতি বিদায় জানালো আষাঢ়কে।  আষাঢ়ের শেষ দিনের আগমন বার্তা পেয়েই বৃষ্টি ঝরছে ঝর ঝর করে। বৃষ্টির বার্তা পেয়ে ফুটছে ফুল কদম, চালতা, পদ্ম, মাধবীলতা, কেয়া। সব ফুলগুলো বৃষ্টিস্নাত হয়ে হাসছে, দুলছে, বৃষ্টির ফোর্টার তালে তালে। প্রকৃতি সাজে নানা রূপে নানা ঢঙ্গে। বর্ষার নীল আকাশ মুখ গোমড়া করে কালো মেঘে ঢেকে রেখেছে । টানা বর্ষনেই বোঝা যায় বর্ষা মাস বিদায় নিচ্ছে । আষঢ় ঋতুর দেশ বাংলাদেশ বর্ষা ঋতু, আষাঢ় মাসেই ফোটে কদম ফুল।বর্ষার কদম ফুলের এখনো অনেক কদর আছে। আবাল ,বৃদ্ধ, বনিতা সবাই যেন এই কদম ফুলের পুজারী । বৃষ্টি ভেজা কাপড়ে দুই চার টা কদম ফুল হাতে সবাই যেন একবার নিয়ে যেতে চায় মনের মাধুরী মেখে প্রিয় জনের সাথে দেখা করতে। আবার কেউ কেউ ঘরের চার দেয়ালের মাঝেই উপভোগ করে কদম ফুলের সুন্দর্ষ। দেখতে যেমন ধবধবে সাদা মিষ্টি গন্ধে অপরুপ লাগে এই ফুল। ছোট ছোট বাচ্চারা বর্ষার পানিতে নেমে কেয়া পাতার নৌকা বানিয়ে ফুল দিয়ে সাজিয়ে ভাসিয়ে দেয়াটাই তাদের খেলা। কেয়া পাতার নৌকা গড়ে

সাজিয়ে দিব ফুলে।

তাল দিঘিতে ভাসিয়ে দিবে

চলবে দুলে দুলে।

এটা যেন ছোট বেলার পাকনামি ।

কবিব এ দুটি চরনেই বুঝা যায় বর্ষার বৈচিত্র। এ ঋতুতে শাপলা,কুমুদ ও কলমি ছাড়া কোন ফুল ফোটে না। তাই কদম ফুলের কদর বেশি।

সিরাজগঞ্জে শহরে দেখলাম এই মমতাময়ী নারীর হাতে কত সুন্দর কদম ফুল মানিয়েছে । রংঙে ঢংগে সাজানো হয়েছে নজর কাড়া ফুলের তোড়া। বর্ষার বিদায় লগ্নে কদম ফুলের আনন্দ উপভোগ করছে ফুল পিয়াসী এই রমনী। বর্ষার রুদ্র রুপ ভুলে ফুল ফুটুক বৃষ্টির ছন্দময় প্রতি ফোটার সাথে হেঁসে উঠুক পদ্ম, দোলা লাগুক কদমের গায়ে, হাতছানি দিয়ে ডেকে উঠুক চালতা ও মাধবি লতা ।