
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক ভাবে গ্রেফতার হওয়ার কারনে কোটা শূন্য থাকলে উক্ত পরিষদ পরিচালনা করার জন্য পটুয়াখালী জেলা প্রশাসক এর নির্দেশ মোতাবেক নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মজিবুর রহমান এর উপস্থাপনায় এসময় উপস্থিত থাকেন চেয়ারম্যান প্যানেল ১ নাসরিন আক্তার ডেইজি। এছাড়াও আরো উপস্থিত থাকেন সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মোঃ রাকিবুল ইসলাম বাবুল,পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জাকির মৃধা,ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর ইউনিয়ন সভাপতি মোঃ হাবিবুর রহমান মাতব্বর, ইউপি সদস্য, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শাহ আলম মিয়া, মোঃ সোহরাব হোসেন, মোঃ শাহজাহান মিয়া,মোঃ জাকির হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ মন্জুরুল ইসলাম মন্জু, মোঃ আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য হাসনাহেনা বিথী, ও নুপুর বেগম সহ আরো উপস্থিত থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সকল গ্রামপুলিশ এবং গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ। উক্ত সভায় নতুন প্রশাসক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি বজায় রেখে কাজ করতে হবে বলে জানান।