০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদে জনগ‌নের সেবা স্থগিতের প্রতিবাদে ইউএনও বরাব‌রে স্মারকলিপি প্রদান

অদ্য ১৫ জুলাই, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭টি ইউনিয়নে নাগরিক সেবা কার্যক্রম স্থগিতের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা শাখা ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনগণকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, সদস্য জয়নাল আবেদীন দুলাল, সদস্য জহুরুল আলম জহুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন, মুক্তিযোদ্ধা আবুল মুছুর, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিনসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় কাজী সালাউদ্দিন বলেন, “গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সীতাকুণ্ডের ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও ১টি পৌরসভার মেয়র এলাকা ত্যাগ করেন। তাদের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব ইউএনও ও এসি ল্যান্ড-এর ওপর অর্পণ করা হয় এবং সেই অনুযায়ী নাগরিক সেবা চলছিল। কিন্তু পলাতক চেয়ারম্যানরা জনগণকে ভোগান্তিতে ফেলার উদ্দেশ্যে গোপনে হাইকোর্টে রিট করলে আদালত ইউএনও ও এসি ল্যান্ড-এর প্রশাসনিক ক্ষমতা ৬ মাসের জন্য স্থগিত করেন। ফলে ১, ৪, ৫, ৬, ৭, ৮ ও ১০ নং ইউনিয়নে সকল সেবা কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে এবং সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েন।”

জনগণের এই ভোগান্তির কথা বিবেচনা করে পলাতক চেয়ারম্যানদের গ্রেপ্তার ও স্থায়ী বরখাস্তসহ ইউএনও ও এসি ল্যান্ড-এর প্রশাসনিক ক্ষমতা পুনর্বহালের দাবিতে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া আগামীকাল ১৬ জুলাই সকাল ১০টায় জেলা প্রশাসক বরাবর আরেকটি স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
১নং সৈয়দপুর ইউনিয়নের সভাপতি কাজী এনামুল বারী, সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল;
৪নং ইউনিয়নের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল;
৫নং ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল;
৬নং ইউনিয়নের সভাপতি সালামত উল্লাহ, সাধারণ সম্পাদক ইদ্রিস মেম্বার;
৭নং ইউনিয়নের সভাপতি ইদ্রিস মিয়া মনির, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন;
৮নং ইউনিয়নের সভাপতি নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নাজিমুদ্দৌলা;
১০নং ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক খ.ম. মহিউদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

হুজরাপুর মডেল একাডেমী প্রাঙ্গণে জলাবদ্ধতা অতি বৃষ্টিতে হাঁটু পানি, ব্যাহত পাঠদান

সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদে জনগ‌নের সেবা স্থগিতের প্রতিবাদে ইউএনও বরাব‌রে স্মারকলিপি প্রদান

পোস্ট হয়েছেঃ ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
অদ্য ১৫ জুলাই, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭টি ইউনিয়নে নাগরিক সেবা কার্যক্রম স্থগিতের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা শাখা ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনগণকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, সদস্য জয়নাল আবেদীন দুলাল, সদস্য জহুরুল আলম জহুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন, মুক্তিযোদ্ধা আবুল মুছুর, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিনসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় কাজী সালাউদ্দিন বলেন, “গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সীতাকুণ্ডের ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও ১টি পৌরসভার মেয়র এলাকা ত্যাগ করেন। তাদের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব ইউএনও ও এসি ল্যান্ড-এর ওপর অর্পণ করা হয় এবং সেই অনুযায়ী নাগরিক সেবা চলছিল। কিন্তু পলাতক চেয়ারম্যানরা জনগণকে ভোগান্তিতে ফেলার উদ্দেশ্যে গোপনে হাইকোর্টে রিট করলে আদালত ইউএনও ও এসি ল্যান্ড-এর প্রশাসনিক ক্ষমতা ৬ মাসের জন্য স্থগিত করেন। ফলে ১, ৪, ৫, ৬, ৭, ৮ ও ১০ নং ইউনিয়নে সকল সেবা কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে এবং সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েন।”

জনগণের এই ভোগান্তির কথা বিবেচনা করে পলাতক চেয়ারম্যানদের গ্রেপ্তার ও স্থায়ী বরখাস্তসহ ইউএনও ও এসি ল্যান্ড-এর প্রশাসনিক ক্ষমতা পুনর্বহালের দাবিতে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া আগামীকাল ১৬ জুলাই সকাল ১০টায় জেলা প্রশাসক বরাবর আরেকটি স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
১নং সৈয়দপুর ইউনিয়নের সভাপতি কাজী এনামুল বারী, সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল;
৪নং ইউনিয়নের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল;
৫নং ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল;
৬নং ইউনিয়নের সভাপতি সালামত উল্লাহ, সাধারণ সম্পাদক ইদ্রিস মেম্বার;
৭নং ইউনিয়নের সভাপতি ইদ্রিস মিয়া মনির, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন;
৮নং ইউনিয়নের সভাপতি নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নাজিমুদ্দৌলা;
১০নং ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক খ.ম. মহিউদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।