
দিনাজপুর জেলার বিরামপুর থানার পাঁচ নম্বর বিনাইল ইউনিয়নের চাপড়া গ্ৰামের দছি মন্ডলের ছেলে প্রিন্স (28)যুবকের মৃত্যু হয়, ঘটনাটি সকাল অনুমানিক নয় ঘটিকার সময় ঘটে , সকাল বেলা তিনি বাড়ি থেকে বেরিয়ে ছাগলের জন্য ঘাস কাটতে যান , এবং কিছু পরে ব্রজ্যপাত এসে তার উপর পড়ে এবং সে সাথে সাথে মৃত্যু বরন করে,পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে আসেন ঘটনাটা পুরো এলাকা জুড়ে আতংক বিরাজ করছে ।