
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্ট মেট্রো-১৭-২৭-৫২ নাম্বারের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্লোপে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।