১২:১১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৬ জন বাংলাদেশীকে হস্তান্তর করল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৬ বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে মুঠোফোনে আটক ৬ বাংলাদেশির নাগরিকত্ব যাচাই করে বিজিবি।  নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিএসএফ ৬ জনকে বিজিবির হাতে তুলে দেয়।
 বিজিবি’র দেওয়া তথ্যমতে, রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধীনস্থ জগদল সীমান্তের ৩৭৫ নম্বর পিলার -সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও রাণীশংকৈল ধর্মগড় বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশীকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ফেরতকৃত বাংলাদেশী নাগরিকরা   হলেন, পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের
মমিন টোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৪), বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মোঃ রোহান (১৯), বারাসাত গ্রামের মোঃ পিন্টুর ছেলে নাঈম ইসলাম (১৭) একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে মোঃ আলামিন (১৭), সুতকিয়াপাড়া এলাকার মো: লোসির ছেলে মোঃ রাসেল (২১) মুরমুলা গ্রামের দামিহ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২২), ফেরতকৃত সবাই বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের বাসিন্দা।
বিজিবির জগদল বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র আরো বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক ৬ ব্যক্তিকে সকালে বিজিবির কাছে হস্তান্তর করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান ৬ বাংলাদেশী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে বিজিবি দুপুরে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

লালপুরে ১০ হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিল গ্রীন ভয়েস

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৬ জন বাংলাদেশীকে হস্তান্তর করল বিএসএফ

পোস্ট হয়েছেঃ ০১:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৬ বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে মুঠোফোনে আটক ৬ বাংলাদেশির নাগরিকত্ব যাচাই করে বিজিবি।  নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিএসএফ ৬ জনকে বিজিবির হাতে তুলে দেয়।
 বিজিবি’র দেওয়া তথ্যমতে, রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধীনস্থ জগদল সীমান্তের ৩৭৫ নম্বর পিলার -সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও রাণীশংকৈল ধর্মগড় বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশীকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ফেরতকৃত বাংলাদেশী নাগরিকরা   হলেন, পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের
মমিন টোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৪), বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মোঃ রোহান (১৯), বারাসাত গ্রামের মোঃ পিন্টুর ছেলে নাঈম ইসলাম (১৭) একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে মোঃ আলামিন (১৭), সুতকিয়াপাড়া এলাকার মো: লোসির ছেলে মোঃ রাসেল (২১) মুরমুলা গ্রামের দামিহ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২২), ফেরতকৃত সবাই বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের বাসিন্দা।
বিজিবির জগদল বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র আরো বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক ৬ ব্যক্তিকে সকালে বিজিবির কাছে হস্তান্তর করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান ৬ বাংলাদেশী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে বিজিবি দুপুরে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।