
কালিগঞ্জ কৃষ্ণনগরে ৮ দলীয় নকআউট নাইট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন কালিকাপুর সানরাইজ ফুটবল একাদশ ও রানার্সআপ JK ফুটবল একাডেমি ।
২১ শে জুলাই রবিবার রাত ৮ টার সময় কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে চাইনিজ বারে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অংশ গ্রহন করেন
কালিগঞ্জ ফুটবল একাডেমী বনাম মৌতলা ফুটবল একাদশ, কৃষ্ণনগর ফুটবল একাডেমি বনাম জে কে ফুটবল একাডেমী, গোবিন্দপুর ফুটবল একাডেমি বনাম রহমতপুর সোনালী সংঘ ফুটবল একাদশ, কালিকাপুর সানরাইজ ফুটবল একাদশ বনাম উত্তর আঠুলিয়া ফুটবল একাদশ।
খেলা টি পরিচালনা রাশেদুল ইসলাম।
সমগ্র ফুটবল টুর্নামেন্ট আয়োজন মাহমুদ মোস্তফা খোকন।