০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

  • এসএম আলমগীর
  • পোস্ট হয়েছেঃ ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 24
সৌদি আরবের একটি ভবনে কর্মরত অবস্থায় পড়ে গিয়ে শহিদ(৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ও সৌদি সময় বিকাল ৩টার দিকে দাম্মাম শহরে এ ঘটনা ঘটে।
শহিদ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন গ্রামের মজিবর রহমানের ছেলে।
এ দিকে ফরিদপুরে বাড়িতে সন্তানকে হারিয়ে থামছে না পরিবারের সদস্যদের আহাজারি। শোকের মাতম বইছে পুরো গ্রামজুড়েও। এ সময় সন্তানের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্ববান জানান শহিদের পরিবার।
পারিবারিক সূত্র জানায়, স্ত্রী, ২কন্যা, ১পুত্র, ২ ভাই ও ১ বোনের মধ্যে শহিদ সবার বড়। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে তিনি সৌদি আরব পাড়ি জমান।
ঢেউখালী  ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সোহরাব মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহিদ চার মাস আগে সৌদি আরবের দাম্মাম শহরে যায়। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন তিনি। ওই দেশে তিন তলা ভবনের বারান্দায় কাজ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তখন কাজে থাকা বাংলাদেশীরা শহিদকে স্থানীয় একটা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে প্রায় ১২ ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ ২৩ জুলাই বুধবার বাংলাদেশ সময় ১২ টার সময় তার মৃত্যু হয়।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
সৌদি আরবের একটি ভবনে কর্মরত অবস্থায় পড়ে গিয়ে শহিদ(৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ও সৌদি সময় বিকাল ৩টার দিকে দাম্মাম শহরে এ ঘটনা ঘটে।
শহিদ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন গ্রামের মজিবর রহমানের ছেলে।
এ দিকে ফরিদপুরে বাড়িতে সন্তানকে হারিয়ে থামছে না পরিবারের সদস্যদের আহাজারি। শোকের মাতম বইছে পুরো গ্রামজুড়েও। এ সময় সন্তানের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্ববান জানান শহিদের পরিবার।
পারিবারিক সূত্র জানায়, স্ত্রী, ২কন্যা, ১পুত্র, ২ ভাই ও ১ বোনের মধ্যে শহিদ সবার বড়। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে তিনি সৌদি আরব পাড়ি জমান।
ঢেউখালী  ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সোহরাব মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহিদ চার মাস আগে সৌদি আরবের দাম্মাম শহরে যায়। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন তিনি। ওই দেশে তিন তলা ভবনের বারান্দায় কাজ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তখন কাজে থাকা বাংলাদেশীরা শহিদকে স্থানীয় একটা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে প্রায় ১২ ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ ২৩ জুলাই বুধবার বাংলাদেশ সময় ১২ টার সময় তার মৃত্যু হয়।