০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ার কৈয়ারবিল প্রবাসী পরিবারের এক গৃহবধু উধাও

  • Kapil uddin
  • পোস্ট হয়েছেঃ ০৯:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 239
চকরিয়ার কৈয়ারবিল প্রবাসী পরিবারের এক গৃহবধু উধাও হয়ে গেছে। কোলে এক বছরের একটি শিশু সন্তানও রয়েছে। নিখোঁজের তিনদিন পেরিয়ে গেলেও তাদের কোন সন্ধান মিলেনি।
নিখোঁজ তছলিমার স্বামী প্রবাসে অবস্থান করায় তার শ্বশুর মোহাম্মদ আকতার বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেন। জানা গেছে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল  ইউনিয়নের ৬নং ওয়ার্ড খোজা খালি পাহাড় পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আকতার এর দ্বিতীয় ছেলে মোহাম্মদ রুহুল আমিনের সাথে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পালাকাটা খোন্দকার পাড়া এলাকার আবুল কাসেমের মেয়ে তছলিমা জন্নাত খুকী (৩৯) এর রেজিঃ কাবিননামা মূলে বিবাহ হয়।
তাদের পাঁচ বছরের সংসারে রয়েছে সাবরিনা আক্তার(৩) নামে এক কন্যা ও আব্দুল্লাহ আল্ আমিন( ১) এক শিশু সন্তান রয়েছে।নিখোঁজ তছলিমার স্বামী মোহাম্মদ রুহুল আমিন চাকুরির সুবাধে বর্তমানে দুবাই থাকেন।
মোহাম্মদ আকতার বলেন, পুত্র রুহুল আমিনের স্ত্রী  তছলিমা জন্নাত খুকী বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে ঘর থেকে বেরিয়ে যায়। সর্বশেষ গত মঙ্গলবার (২২জুলাই ) রাত ১১টার দিকে ঘর থেকে বের হলে এর পর থেকে আর খোঁজ মেলেনি।
তিনি আরও বলেন, পুত্রবধু বের হয়ে যাওয়ার সময় বাড়ি থেকে সবধরনের স্বর্ণালংকার ও রক্ষিত নগদ টাকা সাথে নিয়ে যায়। পরে পুত্রবধুর বাপের বাড়িতেও যোগাযোগ করে খোঁজখবর নিলে তার কোন সন্ধান পাওয়া যায়নি।পুত্রবধু তছলিমা জন্নাত খুকীর হাতে একটি মোবাইল রয়েছে। এতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কল ঢুকলেও রিসিভ করেনি। তিনি প্রশাসনের কাছে আইনি সহায়তা কামনা করেছেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চকরিয়ার কৈয়ারবিল প্রবাসী পরিবারের এক গৃহবধু উধাও

পোস্ট হয়েছেঃ ০৯:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
চকরিয়ার কৈয়ারবিল প্রবাসী পরিবারের এক গৃহবধু উধাও হয়ে গেছে। কোলে এক বছরের একটি শিশু সন্তানও রয়েছে। নিখোঁজের তিনদিন পেরিয়ে গেলেও তাদের কোন সন্ধান মিলেনি।
নিখোঁজ তছলিমার স্বামী প্রবাসে অবস্থান করায় তার শ্বশুর মোহাম্মদ আকতার বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেন। জানা গেছে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল  ইউনিয়নের ৬নং ওয়ার্ড খোজা খালি পাহাড় পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আকতার এর দ্বিতীয় ছেলে মোহাম্মদ রুহুল আমিনের সাথে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পালাকাটা খোন্দকার পাড়া এলাকার আবুল কাসেমের মেয়ে তছলিমা জন্নাত খুকী (৩৯) এর রেজিঃ কাবিননামা মূলে বিবাহ হয়।
তাদের পাঁচ বছরের সংসারে রয়েছে সাবরিনা আক্তার(৩) নামে এক কন্যা ও আব্দুল্লাহ আল্ আমিন( ১) এক শিশু সন্তান রয়েছে।নিখোঁজ তছলিমার স্বামী মোহাম্মদ রুহুল আমিন চাকুরির সুবাধে বর্তমানে দুবাই থাকেন।
মোহাম্মদ আকতার বলেন, পুত্র রুহুল আমিনের স্ত্রী  তছলিমা জন্নাত খুকী বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে ঘর থেকে বেরিয়ে যায়। সর্বশেষ গত মঙ্গলবার (২২জুলাই ) রাত ১১টার দিকে ঘর থেকে বের হলে এর পর থেকে আর খোঁজ মেলেনি।
তিনি আরও বলেন, পুত্রবধু বের হয়ে যাওয়ার সময় বাড়ি থেকে সবধরনের স্বর্ণালংকার ও রক্ষিত নগদ টাকা সাথে নিয়ে যায়। পরে পুত্রবধুর বাপের বাড়িতেও যোগাযোগ করে খোঁজখবর নিলে তার কোন সন্ধান পাওয়া যায়নি।পুত্রবধু তছলিমা জন্নাত খুকীর হাতে একটি মোবাইল রয়েছে। এতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কল ঢুকলেও রিসিভ করেনি। তিনি প্রশাসনের কাছে আইনি সহায়তা কামনা করেছেন।