০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাউনিয়ারচরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

  • রাশিদুল ইসলাম
  • পোস্ট হয়েছেঃ ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 99
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার জাউনিয়ারচরে অবস্থিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এতে বিদ্যালয়ের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের কোষাদক্ষ মো: আনিছুর রহমান, চর রাজিবপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দানকৃত ও ক্রায়কৃত জমিতে ২০১৭ সালে “জাউনিয়ারচর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল নামক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন ও ২০২০ সালে পাঠদানের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। তবে করোনা মহামারির পর বিদ্যালয়ের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে।
অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই (২০২৫) ভোর আনুমানিক ৫ টার দিকে অজ্ঞাত নামা দুষ্কৃতিকারীরা পূর্বপরিকল্পিত ভাবে বিদ্যালয়ের কাঠ ও টিনের তৈরি ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে ছাই হয়ে যায়—
৭৫ ফিট বাই ২৫ ফিট টিনশেড ঘর (মূল্য প্রায় ৩ লক্ষ টাকা),সহ বিদ‍্যালয়ের আসবাবপত্র, শিক্ষার্থীদের বই পুস্তুক সহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
শিক্ষার্থীদের ব্যবহৃত মালামালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও রেজিস্ট্রার খাতা, পুড়ে ছাই হয়ে গেছে ।
অভিযোগে আরও বলা হয়, এটি কোনো স্বাভাবিক অগ্নিকাণ্ড নয় বরং পূর্বপরিকল্পিত এবং প্রতিহিংসা মূলক হামলা। এতে সন্দেহ ভাজন হিসেবে স্থানীয় কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে, যাদের সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে এবং যারা সামাজিক যোগাযো গমাধ্যমে বিভ্রান্তি মূলক প্রচার চালিয়ে আসছে।
বিদ্যালয় কোষাধক্ষ আনিছুর রহমান বলেন, “বিদ্যালয়ের কার্যক্রম থেমে থাকলেও ভবনের ভেতর শিক্ষার্থীদের ব্যবহৃত সরঞ্জাম ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষিত ছিল। পরিকল্পিত ভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হয়েছে।”তিনি এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিদ্যালয় রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে অত্র ইস্কুলের প্রধান শিক্ষক মোখলেসুর রহমানের কাছে স্কুলে আগুনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন স্কুলের শুরু থেকে এসিস্ট্যান্ট হেড মাস্টার রিতা ম্যাডাম ও তার কয়েকজন অনুসারী স্কুলের কাজের বিরোধিতা করে আসছিল আমি মনে করছি এটা তাদের বিরোধিতার একটি অংশ।
এ বিষয়ে চর রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি প্রাপ্ত হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

গণঅধিকার পরিষদের মনোনয়ন না পেয়ে কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থী হতে চান আল ইমরান

জাউনিয়ারচরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার জাউনিয়ারচরে অবস্থিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এতে বিদ্যালয়ের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের কোষাদক্ষ মো: আনিছুর রহমান, চর রাজিবপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দানকৃত ও ক্রায়কৃত জমিতে ২০১৭ সালে “জাউনিয়ারচর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল নামক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন ও ২০২০ সালে পাঠদানের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। তবে করোনা মহামারির পর বিদ্যালয়ের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে।
অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই (২০২৫) ভোর আনুমানিক ৫ টার দিকে অজ্ঞাত নামা দুষ্কৃতিকারীরা পূর্বপরিকল্পিত ভাবে বিদ্যালয়ের কাঠ ও টিনের তৈরি ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে ছাই হয়ে যায়—
৭৫ ফিট বাই ২৫ ফিট টিনশেড ঘর (মূল্য প্রায় ৩ লক্ষ টাকা),সহ বিদ‍্যালয়ের আসবাবপত্র, শিক্ষার্থীদের বই পুস্তুক সহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
শিক্ষার্থীদের ব্যবহৃত মালামালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও রেজিস্ট্রার খাতা, পুড়ে ছাই হয়ে গেছে ।
অভিযোগে আরও বলা হয়, এটি কোনো স্বাভাবিক অগ্নিকাণ্ড নয় বরং পূর্বপরিকল্পিত এবং প্রতিহিংসা মূলক হামলা। এতে সন্দেহ ভাজন হিসেবে স্থানীয় কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে, যাদের সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে এবং যারা সামাজিক যোগাযো গমাধ্যমে বিভ্রান্তি মূলক প্রচার চালিয়ে আসছে।
বিদ্যালয় কোষাধক্ষ আনিছুর রহমান বলেন, “বিদ্যালয়ের কার্যক্রম থেমে থাকলেও ভবনের ভেতর শিক্ষার্থীদের ব্যবহৃত সরঞ্জাম ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষিত ছিল। পরিকল্পিত ভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হয়েছে।”তিনি এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিদ্যালয় রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে অত্র ইস্কুলের প্রধান শিক্ষক মোখলেসুর রহমানের কাছে স্কুলে আগুনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন স্কুলের শুরু থেকে এসিস্ট্যান্ট হেড মাস্টার রিতা ম্যাডাম ও তার কয়েকজন অনুসারী স্কুলের কাজের বিরোধিতা করে আসছিল আমি মনে করছি এটা তাদের বিরোধিতার একটি অংশ।
এ বিষয়ে চর রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি প্রাপ্ত হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।