
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে ইমারজেন্সি রেসপন্ডার গ্রুপ গঠন ও ক্যাপাসিটি বিউল্ডিং ওয়ার্কশপের আয়োজন করা হয়। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির টিবি কন্ট্রোল প্রজেক্ট এর প্রোগ্রাম অফিসার স্মৃতি কণা রায়ের উপস্থিতিতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের প্রোগ্রাম অফিসার সনৎ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে ইমারজেন্সি রেসপন্ডার গ্রুপ গঠন করা হয় এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যের উপর এর প্রভাব জলবায়ু সংবেদনশীল রোগ সমূহ নিয়ে আলোচনা করা হয় এছাড়া দুর্যোগকালীন দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানের জলবায়ু প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা আফতাব ই আলম উপজেলা শিক্ষা অফিসার জনাব মুস্তাফিজুর রহমান।