
ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকায় অবস্থিত রানার মটরস প্রাইভেট লিমিটেডে চুরির চেষ্টার ঘটনায় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। গতকাল ২৩ জুলাই, বুধবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা পিকআপ ভ্যান নিয়ে রানার মটরসের প্রাঙ্গণে প্রবেশ করে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির চেষ্টা করছিল। স্থানীয়রা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে হাতেনাতে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দিনাজপুরের বাসিন্দা এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বৈদ্যুতিক লাইনের কাজ করত। তদন্তে জানা গেছে, তারা রানার মটরসের প্রাঙ্গণে একাধিকবার চুরির চেষ্টা করেছিল।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ূন কবির জানান, “আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তদন্ত চলছে। জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
স্থানীয়রা জানান, এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানে বারবার চুরির চেষ্টা এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে। তারা দ্রুত এই চক্রের সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।