
জামালপুরে নাশকতা মামলায় জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা পারভীন কাকলিকে গ্রেফতার করেছে পুলিশ। কাকলি সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম খোকার মেয়ে।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে শহরের সফি মিয়ার বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা পারভীন কাকলিকে নাশকতা মামলায় রাতে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।