০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বালু চোরচক্রের গডফাদার আনছার আলী: ভিডিও করায় সাংবাদিককে প্রকাশ্যে হুমকি

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের শুক নদী তীরবর্তী এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দৃশ্য ভিডিও করায় স্থানীয় এক সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বিএনপির এক সাবেক নেতা আনছার আলী।
ঘটনাটি ঘটে ২৭ জুলাই (রবিবার) বিকেলে। অভিযুক্ত আনছার আলী বলেন,
“আমার ইউনিয়নে পাঙ্গা নিও না, সমস্যা আছে।”
এই হুমকির শিকার হন দৈনিক ঘোষণা পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আকাশ। তিনি বালু উত্তোলনের দৃশ্য ভিডিও করছিলেন এবং অভিযুক্ত আনছার আলীর বক্তব্য নিতে গেলে প্রকাশ্যেই এ হুমকির মুখে পড়েন।
জানা গেছে, আনছার আলী ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই শুক নদীর পাশের পাহাড় ও বাঁধ এলাকা কেটে অবৈধভাবে বালু বিক্রি করে আসছে একটি সংঘবদ্ধ চক্র, যার নেতৃত্বে রয়েছেন এই সাবেক নেতা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের চোখের সামনে এই চোরাচালান চললেও রহস্যজনক কারণে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। নদীভাঙন, কৃষি জমি ধ্বংস এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নিয়েই তারা দিন কাটাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, “যে সাংবাদিক সত্য সামনে আনতে চায়, তাকেই হুমকি দেয়া হচ্ছে। এই চক্রের পেছনে শক্ত রাজনৈতিক মদদ রয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে ঢোলারহাট ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জুয়েল বলেন,
“সাংবাদিককে হুমকি দেয়ার বিষয়টি আমরা দলীয়ভাবে দেখব। যদি সত্যি হয়, আনছার আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া বলেন,
“আমি ইতোমধ্যে অফিস থেকে তদন্ত টিম পাঠাতে নির্দেশ দিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে, আমরা আইনি পদক্ষেপ নেব।”এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

কোথায় লড়বেন তারেক রহমান? বগুড়া, ঢাকা না সিলেট—ভোটের গুঞ্জন তুঙ্গে

বালু চোরচক্রের গডফাদার আনছার আলী: ভিডিও করায় সাংবাদিককে প্রকাশ্যে হুমকি

পোস্ট হয়েছেঃ ১১:০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের শুক নদী তীরবর্তী এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দৃশ্য ভিডিও করায় স্থানীয় এক সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বিএনপির এক সাবেক নেতা আনছার আলী।
ঘটনাটি ঘটে ২৭ জুলাই (রবিবার) বিকেলে। অভিযুক্ত আনছার আলী বলেন,
“আমার ইউনিয়নে পাঙ্গা নিও না, সমস্যা আছে।”
এই হুমকির শিকার হন দৈনিক ঘোষণা পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আকাশ। তিনি বালু উত্তোলনের দৃশ্য ভিডিও করছিলেন এবং অভিযুক্ত আনছার আলীর বক্তব্য নিতে গেলে প্রকাশ্যেই এ হুমকির মুখে পড়েন।
জানা গেছে, আনছার আলী ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই শুক নদীর পাশের পাহাড় ও বাঁধ এলাকা কেটে অবৈধভাবে বালু বিক্রি করে আসছে একটি সংঘবদ্ধ চক্র, যার নেতৃত্বে রয়েছেন এই সাবেক নেতা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের চোখের সামনে এই চোরাচালান চললেও রহস্যজনক কারণে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। নদীভাঙন, কৃষি জমি ধ্বংস এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নিয়েই তারা দিন কাটাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, “যে সাংবাদিক সত্য সামনে আনতে চায়, তাকেই হুমকি দেয়া হচ্ছে। এই চক্রের পেছনে শক্ত রাজনৈতিক মদদ রয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে ঢোলারহাট ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জুয়েল বলেন,
“সাংবাদিককে হুমকি দেয়ার বিষয়টি আমরা দলীয়ভাবে দেখব। যদি সত্যি হয়, আনছার আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া বলেন,
“আমি ইতোমধ্যে অফিস থেকে তদন্ত টিম পাঠাতে নির্দেশ দিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে, আমরা আইনি পদক্ষেপ নেব।”এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।