০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় পুলিশের অভিযানে জাল নোটসহ প্রতারক গ্রেফতার, সহযোগী পলাতক

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা বাজার এলাকায় পুলিশের অভিযানে ১১,৫০০ টাকার জাল নোটসহ সোহেল মিয়া (২৫) নামে এক প্রতারক গ্রেফতার হয়েছেন। তবে তার সহযোগী আল আমিন (২৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৭ জুলাই) রাতে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল কাচিনা বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে হাতেনাতে গ্রেফতার করা হয় সোহেল মিয়াকে। তার কাছ থেকে ১১,৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি এলাকার মোঃ রাজ্জাকের ছেলে। তিনি বর্তমানে ভালুকা উপজেলার কাশর এলাকায় রুবেল মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা নং ৪৪/২৫ রুজু করা হয়েছে। পলাতক আল আমিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “জাল টাকার চক্রের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এই অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

কোথায় লড়বেন তারেক রহমান? বগুড়া, ঢাকা না সিলেট—ভোটের গুঞ্জন তুঙ্গে

ভালুকায় পুলিশের অভিযানে জাল নোটসহ প্রতারক গ্রেফতার, সহযোগী পলাতক

পোস্ট হয়েছেঃ ১০:০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা বাজার এলাকায় পুলিশের অভিযানে ১১,৫০০ টাকার জাল নোটসহ সোহেল মিয়া (২৫) নামে এক প্রতারক গ্রেফতার হয়েছেন। তবে তার সহযোগী আল আমিন (২৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৭ জুলাই) রাতে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল কাচিনা বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে হাতেনাতে গ্রেফতার করা হয় সোহেল মিয়াকে। তার কাছ থেকে ১১,৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি এলাকার মোঃ রাজ্জাকের ছেলে। তিনি বর্তমানে ভালুকা উপজেলার কাশর এলাকায় রুবেল মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা নং ৪৪/২৫ রুজু করা হয়েছে। পলাতক আল আমিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “জাল টাকার চক্রের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এই অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।